বিসিবি পেল স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবি পেল স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন
বিসিবি পেল স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৪-২৫ সালের বিপিএল সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে। বিসিবি জানিয়েছে, কমিটির কাজ সম্পূর্ণ স্বাধীন ও প্রমাণভিত্তিক ছিল এবং বোর্ড কমিটির সদস্যদের সমঝদারী ও সেবার জন্য ধন্যবাদ জানিয়েছে।
প্রায় ৯০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে ম্যাচ ফিক্সিং, প্রশাসনিক ঘাটতি ও সংবেদনশীল ইস্যুতে পরামর্শমূলক সুপারিশসহ বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব রাখা হয়েছে। এতে রয়েছে, আইনগত প্রস্তাবনা ও সংস্থা পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজির নিয়ম মেনে চলার ব্যবস্থাপনা, খেলোয়াড়দের অধিক সুরক্ষা, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন, গণমাধ্যম ও জনসচেতনতা শক্তিশালীকরণ।
বিসিবি জানিয়েছে, চলমান ও সম্ভাব্য তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষার জন্য তারা প্রতিবেদনের নির্দিষ্ট অভিযোগ বা বিস্তারিত তথ্য প্রকাশ করবে না। তবে সুপারিশসমূহের আলোকে প্রয়োজনীয় অনুসন্ধান ও কার্যক্রম এগিয়ে নেওয়া হবে, প্রাসঙ্গিক কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে।
এছাড়া, বিসিবি নতুনভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট প্রতিষ্ঠা করেছে, যা স্বাধীন চেয়ারম্যানের নেতৃত্বে কাজ করবে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং খেলোয়াড়, কর্মকর্তা ও ভক্তদের স্বার্থ রক্ষায় কাজ করবে।
