এজবাস্টন টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
-
1
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
-
2
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দাপট, হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
-
3
কনওয়ের ডাবল কীর্তিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের পাহাড়
-
4
বাজবলের ভরাডুবি, তিন টেস্টেই অ্যাশেজ হার ইংল্যান্ডের
-
5
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
এজবাস্টন টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
এজবাস্টন টেস্টে চালকের আসনে ইংল্যান্ড
এজবাস্টন টেস্টে তৃতীয় দিন শেষে চলকের আসনে ইংল্যান্ড। এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের দুটি টেস্ট জিতে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় টেস্টেও রয়েছে জয়ের দ্বারপ্রান্তে।
দ্বিতীয় দিনে মাত্র ৫৪ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছিলো ইংলিশরা। দেখে মনে হয়েছিলো ইংল্যান্ডের বিপক্ষে হয়তো কাঙ্ক্ষিত জয় পাবে ক্যারিবিয়ানরা। কিন্তু এরপরই পাল্টা লড়াই শুরু করলেন জো রুট, বেন স্টোকসরা।
স্কোরবোর্ডে ইংল্যান্ড জমা করে ৩৭৬ রান। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসেই লিড পেয়ে যায় ৯৬ রানের।
জো রুট ১২৪ বলে করেন ৮৭ করেন। ৬৯ বলে ৫৪ রান করেন বেন স্টোকস। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন জেমি স্মিথ। তিনি করেন ৯৫ রান। অলরাউন্ডার ক্রিস ওকসও দলকে ভরসা দেন। তিনি করেন ৬২ রান।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩৩ রানে ২ উইকেট হারিয়ে শেষ করে তৃতীয় দিনের খেলা। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট আউট হন ৬ বলে ০ রান করে। কার্ক ম্যাকেঞ্জি করেন ৮ রান। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এখনও ৬১ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।
