রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে, হেড কোচ খুঁজতে বিজ্ঞাপন দিচ্ছে বিসিসিআই
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে, হেড কোচ খুঁজতে বিজ্ঞাপন দিচ্ছে বিসিসিআই
রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে, হেড কোচ খুঁজতে বিজ্ঞাপন দিচ্ছে বিসিসিআই
বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) দ্রুতই প্রধান কোচ চেয়ে বিজ্ঞাপন দেবে, এমনটাই নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। বুধবার মুম্বাইয়ে এই কথা জানান তিনি।
ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়। সাবেক এই তারকা ব্যাটার চাইলে আবার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জয় শাহ।
জয় শাহ'র ভাষ্যমতে, 'রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুন পর্যন্ত। তাই যদি সে আবার আবেদন করতে চায়, তাহলে সে করতেই পারে।'
প্রধান কোচ কে হবেন সেটা চূড়ান্ত হলেই তাঁর পরামর্শে ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচ নিয়োগ দিবে বিসিসিআই। জয় শাহ জানিয়েছেন বিদেশি কোচের দিকেও ঝুকতে পারে বোর্ড। তবে ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ এমন সমীকরণে যাবে না তাঁরা।
তিনি বলেন, 'আমরা নিশ্চিত করে বলতে পারি না নতুন কোচ ভারতীয় নাকি বিদেশী হবেন। আমাদের অনেক সব ফরম্যাট খেলা ক্রিকেটার আছে, যেমন ভিরাট কোহলি, রোহিত শর্মা, রিশাব পান্ট, আরও অনেকে। এমন কোন অবস্থা আসেনি ভারতে যেতে ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ নিয়োগ দিতে হবে।'
নতুন হেড কোচ যেই হোন না কেন, তিনি লম্বা সময়ের জন্য দায়িত্ব পাবেন, শুরুতে মেয়াদ হবে ৩ বছরের।
