থ্রিলারে বাংলাদেশের বিদায়, টিকে রইল শ্রীলঙ্কার সম্ভাবনা
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 17 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
থ্রিলারে বাংলাদেশের বিদায়, টিকে রইল শ্রীলঙ্কার সম্ভাবনা
থ্রিলারে বাংলাদেশের বিদায়, টিকে রইল শ্রীলঙ্কার সম্ভাবনা
নাটকীয় এক ম্যাচের শেষ মুহূর্তে বাজিমাত করল শ্রীলঙ্কা। শেষ দিকে ১২ বলে ১২ রান দরকার ছিল বাংলাদেশের, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু সেই অবস্থায়ও জয় নিশ্চিত করতে পারেনি নিগার সুলতানার দল। ফলে বিদায় নিতে হলো প্লে-অফের লড়াই থেকে। শ্রীলঙ্কার ডাগআউটে ছড়িয়ে পড়ে উল্লাস, কারণ তাদের সামনে এখনো টিকে আছে পরবর্তী ধাপে ওঠার সম্ভাবনা।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। অপর প্রান্তে থাকা ফারজানা হক অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেও সেটি কাজে আসেনি। একের পর এক ডট বল খেলে চাপে পড়ে ৩৫ বলে মাত্র ৭ রান করে রানআউট হন তিনি।
চারে নামা সুবহানা মুস্তারি ১৩ বলে ৮ রান করে দ্রুতই ফিরে যান। তখন দলের স্কোর ৪৪ রানে ৩ উইকেট।
সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। তাদের ৮২ রানের জুটি কিছুটা স্বস্তি এনে দেয়, যদিও স্ট্রাইক রোটেশনে ঘাটতি ছিল।
৬৪ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন সুপ্তা। এই সময় ব্যাটিংয়ে ধস নামতে শুরু করে। জ্যোতির সঙ্গে যোগ দেন স্বর্ণা আক্তার, দুজন মিলে কিছুটা এগিয়ে নেন দলকে। ম্যাচ তখন বাংলাদেশের পক্ষে হেলে ছিল। তবে ১৯ রান করে স্বর্ণা আউট হলে আবার ছন্দপতন ঘটে।
নতুন ব্যাটারদের কেউই ইনিংস ধরে রাখতে পারেননি। রিতু মনি, রাবেয়া খান ও নাহিদা আক্তার দ্রুত ফিরলে শেষ ভরসা হয়ে থাকেন অধিনায়ক জ্যোতি।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল ৪ উইকেট। বল হাতে আসেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথম বলেই এলবিডব্লিউ হন রাবেয়া, দ্বিতীয় বলে রান নেওয়ার চেষ্টায় রানআউট হন নাহিদা আক্তার। তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফিরেন জ্যোতি এবং চতুর্থ বলে এলবিডব্লিউ হন মারুফা আক্তার। এক ওভারে পরপর চার বলে চার উইকেট হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায়।
শেষ দুই বলে দরকার ছিল ৯ রান, কিন্তু আসেনি কোনো বাউন্ডারি। আসে মাত্র একটি রান। ৭ রানের হারে শেষ হয় বাংলাদেশের প্লে-অফ যাত্রা।
এর আগে হাসিনি পেরেরার প্রথম ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কা করে ২০২ রান। ১৪৩তম আন্তর্জাতিক ম্যাচে এসে নিজের প্রথম ফিফটি তুলে নেন তিনি। যদিও সেটিও লঙ্কানদের বড় স্কোর গড়াতে খুব একটা সহায়তা করতে পারেনি। তার ৮৫ রানের ইনিংস ছাড়া কেবল চামারি আতাপাত্তু (৪৬) ও নিলক্ষিকা সিলভা (৩৭) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
স্বর্ণা আক্তারের স্পিনে ভেঙে পড়ে শ্রীলঙ্কার মিডল অর্ডার। ২৭ রানে তিনি নেন ৩টি উইকেট, যার মধ্যে ছিল হাসিনি ও নিলক্ষিকার গুরুত্বপূর্ণ উইকেট। ফিল্ডিং কিছুটা অনিয়মিত হলেও রিভিউ ব্যবহারে ছিল বাংলাদেশের চমৎকার উপস্থিতি। মারুফা ও নিশিতাও বল হাতে নজর কাড়েন।
৭২ রানে ১ উইকেট থেকে ১০০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। শেষদিকে হাসিনি ও নিলক্ষিকার ৭৪ রানের জুটি কিছুটা স্থিতি ফেরালেও শেষ ৭৩ বলে দল যোগ করতে পেরেছে মাত্র ১৮ রান।
শেষ পর্যন্ত ব্যাটে-বলের নাটকীয়তায় জয় পেল শ্রীলঙ্কা। সেই সাথে ঠিকে রইলো লঙ্কানদের সেমিফাইনাল স্বপ্নও।