নোমান আলির ঘূর্ণিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে পাকিস্তানের দাপুটে জয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
নোমান আলির ঘূর্ণিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে পাকিস্তানের দাপুটে জয়
নোমান আলির ঘূর্ণিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে পাকিস্তানের দাপুটে জয়
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। বুধবার চতুর্থ দিনে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৮৩ রানে।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান ভরাডুবির কারণ। ম্যাচে তিনি নেন ১০ উইকেট প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৪। ৩৯ বছর বয়সী এই স্পিনারের টেস্ট ক্যারিয়ারে এটি তৃতীয়বার দশ উইকেটের বেশি নেওয়ার কীর্তি।
গাদ্দাফির ম্লান উইকেটে বল নিচু হয়ে আসছিল, ছিল প্রচুর টার্নও। নোমান সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ বোলিং করেন। যদিও সকালে ডিওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটনের ৭৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল।
পুরো ম্যাচে দুই দলের স্পিনাররাই নিয়েছেন ৩৪টি উইকেট, পেসারদের ভাগে গেছে মাত্র ছয়টি। দক্ষিণ আফ্রিকার বামহাতি স্পিনার সেনুরান মুথুসামি নিয়েছেন ১১ উইকেট (১১–১৭৪)।
এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ৩৭৮ রান, জবাবে দক্ষিণ আফ্রিকা ২৬৯। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ১৬৭ রানে, তবে সেটিই জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।
চতুর্থ দিনে দুপুরের আগেই দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৩৭/৬। এরপর সাজিদ খান মুথুসামিকে (৬) ফেরালে প্রায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের জয়। পেসার শাহিন শাহ আফ্রিদি ইনিংসে ৪–৩৩ নিয়ে বাকি কাজ সারেন।
ব্রেভিস ৫৪ রানের লড়াকু ইনিংসে লড়াইয়ে ছিলেন, কিন্তু নোমানের ঘূর্ণিতেই বোল্ড হয়ে বিদায় নেন। ওপেনার রিকেলটন (৪৫) সাজিদের শিকার হন মধ্যাহ্নভোজের ঠিক আগে।
এই জয়ে পাকিস্তান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দারুণ সূচনা করল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সোমবার, রাওয়ালপিন্ডিতে।