Image

ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

ওয়ানডে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

আইসিসির সবশেষ হালনাগাদ করা ওয়ানডে র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট বেড়ে ৯ নম্বরে, আর বাংলাদেশ চার পয়েন্ট হারিয়ে এখন দশম স্থানে।

ক্রিকেটের তিন সংস্করণের হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে হতাশাজনক খবর পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে এক ধাপ পিছিয়ে এখন দশম স্থানে নেমে গেছে টাইগাররা। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ওয়ানডেতে বাংলাদেশ ৪ রেটিং পয়েন্ট হারিয়ে এখন ৭৬ পয়েন্টের মালিক। যেখানে ৯ নম্বরে আসা উইন্ডিজের পয়েন্ট ৮৩। 

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মধ্যে মাত্র ৩ টিতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। গেল বছরে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে টাইগাররা থাকে জয়হীন। ৫০ ওভারের ফরম্যাটে টানা এমন হতশ্রী পারফর্ম্যান্সের ফলেই র‍্যাংকিংয়ে টাইগারদের এই অবনতি। তাদের নিচে এখন রয়েছে কেবল আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং জিম্বাবুয়ের মতো দলগুলো। 

তবে আইসিসির অন্য দুই সংস্করণে অবশ্য বাংলাদেশের র‍্যাংকিংয়ের কোনো পরিবর্তন নেই। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশ আছে ৯ নম্বরে।

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সুবাদে ভারত আরও শক্ত করেছে ওয়ানডে র‍্যাংকিংয়ে তাদের শীর্ষস্থান। রোহিত-কোহলিদের রেটিং বেড়ে এখন ১২৪ (আগে ছিল ১২২)। দ্বিতীয় স্থানে উঠে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ দল নিউজিল্যান্ড। তারা পিছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে, যারা এখন তৃতীয় স্থানে।

শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় পাঁচ রেটিং পয়েন্ট বেড়ে লঙ্কানরা উঠে এসেছে চতুর্থ স্থানে। তারা পেছনে ফেলেছে পাকিস্তান (৫ম) ও দক্ষিণ আফ্রিকাকে (৬ষ্ঠ), যারা হারিয়েছে চারটি করে রেটিং পয়েন্ট। আফগানিস্তানও উন্নতি করেছে, চার পয়েন্ট বাড়িয়ে এখন সপ্তম। বিপরীতে ইংল্যান্ড চার পয়েন্ট হারিয়ে নেমে গেছে অষ্টম স্থানে।

বর্তমান আইসিসি ওয়ানডে র‍্যাংকিং (শীর্ষ ১০ দল):
১. ভারত – ১২৪ রেটিং
২. নিউজিল্যান্ড – ১০৯ রেটিং
৩. অস্ট্রেলিয়া – ১০৯ রেটিং
৪. শ্রীলঙ্কা – ১০৪  রেটিং
৫. পাকিস্তান – ১০৪ রেটিং
৬. দক্ষিণ আফ্রিকা – ৯৬ রেটিং
৭. আফগানিস্তান – ৯১ রেটিং
৮. ইংল্যান্ড – ৮৪ রেটিং
৯. ওয়েস্ট ইন্ডিজ- ৮৩ রেটিং
১০. বাংলাদেশ – ৭৬ রেটিং

Details Bottom
Details ad One
Details Two
Details Three