Image

ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে ভারত টেস্টের শীর্ষে অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে ভারত টেস্টের শীর্ষে অস্ট্রেলিয়া

ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে ভারত টেস্টের শীর্ষে অস্ট্রেলিয়া

ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে ভারত টেস্টের শীর্ষে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত বার্ষিক টেস্ট র‍্যাংকিং হালনাগাদে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ইংল্যান্ড, যারা এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। আর ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে ভারত।

সোমবার (৫ মে) প্রকাশিত এই র‍্যাংকিংয়ে দেখা গেছে, সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে পূর্ণ ও দুই বছরের আগের পারফরম্যান্সকে আংশিকভাবে মূল্যায়ন করে র‍্যাংকিং সাজানো হয়েছে। এই হালনাগাদ অনুযায়ী, অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২৬, যদিও তাদের পয়েন্ট ব্যবধান আগে যেখানে ছিল ১৫, এখন তা কমে দাঁড়িয়েছে ১৩-তে।

ইংল্যান্ড চলতি সময়ে দারুণ ফর্মে রয়েছে। গত এক বছরে তারা চারটি টেস্ট সিরিজের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে। যার ফলে রেটিং বেড়ে দাঁড়িয়েছে ১১৩-তে, যা তাদের দ্বিতীয় স্থানে তুলে এনেছে। এর ফলে তারা পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা (১১১) ও ভারত (১০৫)-কে, যারা এখন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

ভারত, যারা দীর্ঘদিন টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দল ছিল, এবার চতুর্থ স্থানে নেমে গেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া এখনো সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে।

বর্তমান আইসিসি টেস্ট র‍্যাংকিং (শীর্ষ ৫ দল):
অস্ট্রেলিয়া – ১২৬ রেটিং
ইংল্যান্ড – ১১৩ রেটিং
দক্ষিণ আফ্রিকা – ১১১ রেটিং
ভারত – ১০৫ রেটিং
নিউজিল্যান্ড – ১০১ রেটিং

তারপরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three