চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের

চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের

চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের

ম্যাচের ছন্দ বদলাতে কখনো লাগে না লম্বা স্পেল কয়েকটি নিখুঁত ডেলিভারিই যথেষ্ট। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ঠিক এমনই এক আগুনে ওভার উপহার দিয়ে আলো কেড়ে নিলেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের আসরে রোববার গালফ জায়ান্টসের বিপক্ষে চার বলের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের দলের দিকে টেনে নেন এই বাঁহাতি পেসার।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন মোস্তাফিজ। তবে শুরুটা ছিল কিছুটা খরুচে এই ওভারে তিনি দেন ১৩ রান। তাতে গালফ জায়ান্টসের ব্যাটাররা খানিকটা স্বস্তি পেলেও ম্যাচের গল্প তখনও লেখা বাকি ছিল।

ইনিংসের ১৪তম ওভারে আবার বল হাতে নেন মোস্তাফিজ। তখন গালফ জায়ান্টসের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ওভারের প্রথম বলেই চার হজম করেন জেমস ভিন্সের কাছে, পরের বলটি যায় ওয়াইড। কিন্তু সেখান থেকেই বদলে যায় দৃশ্যপট। বৈধ দ্বিতীয় বলে অফ কাটারে ভিন্সকে ফিরিয়ে দেন মোস্তাফিজ ৩৪ বলে ৩৬ রান করা ইংলিশ ব্যাটার উইকেটকিপারের হাতে ক্যাচ দেন।

পরের ব্যাটার কাইল মায়ার্স স্ট্রাইক নিলে আবারও অফ কাটারের ফাঁদে পড়েন তিনি। রক্ষণাত্মক শটে ইনসাইড এজ হয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ২৬ বলে ৪৩ রান করা মায়ার্সের বিদায়ে গালফের ব্যাটিং আরও চাপে পড়ে। এরপর একই ওভারে শন ডিকসনকে বিদায় করেন দুর্দান্ত এক ডেলিভারিতে লেগ স্টাম্পের বাইরে পড়া বল বাইরের কানায় লেগে ভেঙে দেয় বেল।

শেষ পর্যন্ত ৩ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন মোস্তাফিজ। তার এই বিধ্বংসী স্পেলের প্রভাবে এক বল হাতে রেখেই ১৫৬ রানে গুটিয়ে যায় গালফ জায়ান্টস। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় পায় দুবাই ক্যাপিটালস। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে মোস্তাফিজুর রহমানের হাতেই।