বাজছে বিপিএলের ধ্বনি, শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাজছে বিপিএলের ধ্বনি, শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি

বাজছে বিপিএলের ধ্বনি, শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি

বাজছে বিপিএলের ধ্বনি, শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। ২৬ ডিসেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের সিলেট পর্ব। এর আগে কাল বিকেল ৪টা থেকে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাবেন দর্শকরা।

সিলেট স্টেডিয়ামে খেলা উপভোগের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ২৫০ টাকা। ক্লাব হাউজে খেলার ভিউ উপভোগ করতে হলে জিরো ওয়েস্ট জোনের টিকিট ৬০০ টাকা, আপার জোনের ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ২ হাজার টাকা।

টিকিটের জন্য দর্শকদের অনলাইনে ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে। অফিস বা স্টেডিয়ামে অফলাইনে কোনো টিকিট বিক্রি হবে না। সিলেট পর্ব ২ জানুয়ারি পর্যন্ত চলবে।