শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
2
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
3
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
4
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
5
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
মেলবোর্নের রাতে হোবার্টের জার্সিতে সবচেয়ে আগে আলো জ্বালালেন রিশাদ হোসেন। ম্যাচের শুরুতেই পরপর দুই আঘাতে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। কিন্তু তার সেই ঝলকানির পরও শেষ পর্যন্ত হাসি পায়নি হোবার্ট হ্যারিকেন্স।
বৃহস্পতিবার বিগ ব্যাশ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের মুখোমুখি হয় হোবার্ট। প্রথম সাত বলেই জোড়া উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেন রিশাদ। তবে বোলিংয়ে তার সাফল্যের দিনেই ৮ উইকেটে ম্যাচ হেরে যায় হোবার্ট।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্টের জয়ের নেপথ্যেও ছিলেন রিশাদ। সেদিন ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে উইকেট না পেলেও তার নিয়ন্ত্রিত স্পেল ম্যাচের গতি পুরোপুরি হোবার্টের দিকে ঘুরিয়ে দিয়েছিল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে হোবার্ট হ্যারিকেন্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান। বেন ম্যাকডেরমোট ছিলেন ইনিংসের ভরসা, ৫২ বলে ৬৯ রানের কার্যকর এক ইনিংস খেলেন তিনি। টিম ডেভিড করেন ৩১ বলে ৩১ রান। নিচের দিকে নেমে রিশাদ ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।
জবাবে বল হাতে ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই সাফল্য পান রিশাদ। ওভারের তৃতীয় বলেই ১৮ বলে ৩০ রান করা ওপেনার টমাস রজার্সকে ফেরান তিনি। রিশাদের ভাসানো লেগ স্পিনে লং অফে ক্যাচ দেন রজার্স। নিজের পরের ওভারেও আঘাত হানেন এই টাইগার লেগি শর্ট বলে প্যাডল সুইপ খেলতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন ২০ বলে ২০ রান করা জো ক্লার্ক।
তবে নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেই রিশাদের ওপর আক্রমণ চালান মার্কাস স্টইনিস। প্রথম দুই ওভারে চাপে রাখলেও তৃতীয় ওভারে ১৯ রান হজম করতে হয় রিশাদকে। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ২৪ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় মেলবোর্ন স্টার্স।
শেষ পর্যন্ত ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ। ক্যাম্পবেল ২৭ বলে ৪১ এবং স্টইনিস ৩১ বলে অপরাজিত ৬২ রান করে মেলবোর্নের জয় নিশ্চিত করেন। ব্যক্তিগত সাফল্য থাকলেও দলীয় ফলাফল না আসায় ম্যাচ শেষে রিশাদের ঝলকানিটুকু শুধু হোবার্টের জন্য স্বস্তির জায়গা হয়ে থাকে।
