নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি

নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি

নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি

আইপিএলের নিলামঘরে যখন একের পর এক হাত উঠছিল, তখন সব নজর গিয়ে থামে মুস্তাফিজুর রহমানের নামেই। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে দলে ভেড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই চলে, আর সেই লড়াইয়ে জয়ী হয়ে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠা মুস্তাফিজের জন্য এটাই আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ মূল্য।

মুস্তাফিজের নাম উঠতেই প্রথম আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে তাদের হয়ে খেলা এই পেসারকে ধরে রাখতে চেয়েছিল আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। তারপর যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষে দৃঢ় অবস্থান নেয় কলকাতা, বিডে এগিয়ে থেকে ধীরে ধীরে দাম বাড়াতে থাকে তারা।

 মুস্তাফিজুর রহমানকে পেতে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে হয় লড়াই। যেখানে প্রতিটি বিডের সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা।শেষ পর্যন্ত চেন্নাইকে পেছনে ফেলে রেকর্ড দামে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। এই নিলামের মাধ্যমে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য পাওয়ার নজির গড়লেন এই বাঁ-হাতি পেসার।