আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
যুব বিশ্বকাপ জয়ী শাহীন আলমকে আর্থিক সহায়তা দিল বিসিবি
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের পেসার আলি খান
-
3
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
4
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন
-
5
১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন অ্যালিসা হিলি
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
নানা ইস্যু ও বোর্ডের নীতি নিয়ে উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট। আজ দুপুরে ক্রিকেটাররা নিজেদের অবস্থান জানান দিতে এক সংবাদ সম্মেলন করেছেন। বিশেষ করে বিপিএলের প্রথম ম্যাচের আগে তাদের অবস্থান স্পষ্ট, যা মাঠের উত্তেজনা আরও বেড়ে দিয়েছে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মিরাজের বক্তব্য, "একটা জিনিস ক্লিয়ার করা উচিত। আমরা খারাপ খেলতে অনেকেই বলে আপনারা খারাপ খেলতেছেন আমাদের টাকায়তো আপনারা চলেন, আমরা টাকা দেই বলেইতো আপনারা খেলছেন। আমরা যেই টাকাটা আয় করি তার সর্বোচ্চটা আইসিসি এবং স্পনসর থেকে আসে।"
মিরাজের এই মন্তব্যে বোঝানো হয়েছে যে, ক্রিকেটারদের আয় কেবল দর্শকের টিকিট থেকে আসে না, বরং আন্তর্জাতিক সংস্থা ও স্পন্সর থেকে তাদের অর্থায়ন বেশি।
উইকেটকিপার ব্যাটার নুরুল হাসানের বক্তব্য, "আমি না খেললে যদি মাঠে ক্রিকেট হয়, তাহলে আমি সেটাও করতে রাজি। আমি খেলবো না। ক্রিকেটের স্বার্থে আমি যেকোন কিছু করতে রাজি।"
সোহানের এই মন্তব্যে প্রকাশ পেয়েছে, ক্রিকেটাররা তাদের দাবির প্রতি দৃঢ় এবং খেলোয়াড়দের স্বার্থে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের বক্তব্য, "আমরা চাই খেলোয়াড়েরা যেন বঞ্চিত না হয়। মাঠে যেন খেলা ফিরুক। কিন্তু এটার সমাধানও চাচ্ছি। কিন্তু সমাধানের ক্ষেত্রে উনারা (বিসিবি) শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু করতে আমরা দেখছি না।"
মিঠুনের এই মন্তব্য বোর্ডের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, একই সঙ্গে ক্রিকেটারদের দাবির পেছনের যুক্তি তুলে ধরেছে।
আজ দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি ক্রিকেটারদের বয়কটের কারণে মাঠে গড়ায়নি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এই অবস্থান নেওয়া হলেও, ক্রিকেটাররা নিশ্চিত করেছেন যে, সঠিক সমাধান হলে তারা মাঠে ফিরে খেলার জন্য প্রস্তুত।
