কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
-
2
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
3
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন
-
4
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
-
5
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থা কাটানোর ইঙ্গিত মিলেছে ক্রিকেটারদের পক্ষ থেকে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে উদ্ভূত সংকটের মধ্যে ক্রিকেটাররা তাদের আগের অবস্থান পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেটাররা জানান, দেশের সামগ্রিক ক্রিকেট পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে, ছেলেদের জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ দল খেলছে যুব বিশ্বকাপে। এমন অবস্থায় সব ধরনের খেলা বন্ধ থাকলে এসব দলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিপিএলকেও দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তাই আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন তারা।
এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। সংগঠনটি জানিয়েছে, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি যে সময় চেয়েছে, সেই সময়টুকু তারা দিতে রাজি। তবে সেই প্রক্রিয়া যেন চলমান থাকে, সে প্রত্যাশাও জানিয়েছে ক্রিকেটারদের সংগঠনটি।
একই সঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করায় এম নাজমুল ইসলামের কাছ থেকে প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করেন তারা।
কোয়াব আরও জানায়, এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে বিসিবির প্রক্রিয়া চলমান থাকলে ক্রিকেটাররা শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত।
