ভেন্যু অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্বকাপে প্রস্তুত টাইগাররা, আশাবাদী হাবিবুল বাশার

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভেন্যু অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্বকাপে প্রস্তুত টাইগাররা, আশাবাদী হাবিবুল বাশার

ভেন্যু অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্বকাপে প্রস্তুত টাইগাররা, আশাবাদী হাবিবুল বাশার

ভেন্যু অনিশ্চয়তা সত্ত্বেও বিশ্বকাপে প্রস্তুত টাইগাররা, আশাবাদী হাবিবুল বাশার

বিশ্বকাপের আগে ভেন্যু অনিশ্চয়তা ঘিরে যে আলোচনা-উদ্বেগ তৈরি হয়েছে, তা মাঠের পারফরম্যান্সে ছায়া ফেলবে না এমন বিশ্বাসই রাখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে নানা প্রশাসনিক জটিলতা থাকলেও টাইগার ক্রিকেটাররা পেশাদারিত্বের জায়গা থেকে নিজেদের কাজটুকুই ঠিকভাবে করতে পারবেন বলে মনে করেন তিনি।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন,"প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের কাজ ক্রিকেট খেলা। যেটাই হোক তা তো আর খেলোয়াড়দের হাতে নেই। তাদের কাজ শুধু চিন্তা করা আমরা যখন খেলবো তখন শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো।"

দলের প্রস্তুতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কথা তুলে ধরে হাবিবুল বাশার সুমন বলেন,"ছয় মাস ধরে তো টিম হিসেবেই খেলছি। দলটা তো এমন না নতুন হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি। কন ফরম্যাটে হলে সাকসেস পাওয়া যায় কিংবা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটটা টি-টোয়েন্টিতে কি হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। এটা অবশ্যই এমন কিছু না যেটা আমরা প্রত্যাশা করি। যখন আমরা বিশ্বকাপে যাবো তখন এ জিনিসটা মাথায় থাকা উচিত না।"

তিনি আরো বলেন, "এই জিনিসগুলো খেলোয়াড়দের হাতে নেই। আমি খেলোয়াড় হলে সামনে যে বিপিএল আছে সেটাতেই মনোযোগ দিতাম। খেলোয়াড়রা নিজেদের মধ্যে আলাপ করে এটা স্বাভাবিক। তবে তারা পেশাদার। তাদের এই মুহূর্তে বিপিএল নিয়েই চিন্তা করা উচিত। যেহেতু টুর্নামেন্টের শেষের দিকে চলে এসেছি, ফলাফলটা গুরুত্বপূর্ণ হবে।"