বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন যারা
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন যারা
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন যারা
আজ (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হবে প্রথম ওয়ানডে। এই সিরিজে টিভি ধারাভাষ্যে কারা থাকছেন জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ধারাভাষ্যকারের তালিকা- রমিজ রাজা, আহমেদ ফরহাদ ফিদাই, অ্যান্ড্রু লিওনার্ড, ব্রেইন মুরগাট্রয়েড, দেভেন্দর কুমার।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ দেখবেন যেভাবে- টি-স্পোর্টস (টিভি), টফি (ওটিটি)- বাংলাদেশ।
ঐতিহাসিক মাঠ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর মাঠে গড়াবে। দিবারাত্রির এই সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকার আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।
