রশিদকে সামলাতে ব্যর্থ, ব্যাটসম্যানদের মানসিক দুর্বলতাই বড় বাঁধাঃ মুশতাক

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 ঘন্টা আগে
রশিদকে সামলাতে ব্যর্থ, ব্যাটসম্যানদের মানসিক দুর্বলতাই বড় বাঁধাঃ মুশতাক

রশিদকে সামলাতে ব্যর্থ, ব্যাটসম্যানদের মানসিক দুর্বলতাই বড় বাঁধাঃ মুশতাক

রশিদকে সামলাতে ব্যর্থ, ব্যাটসম্যানদের মানসিক দুর্বলতাই বড় বাঁধাঃ মুশতাক

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৯০ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। সেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানেই অলআউট বাংলাদেশ। রশিদ খানের স্পিন ঘূর্ণি কোনভাবেই সামাল দিতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের মতে, রশিদকে দেখেশুনে খেললে আর কোন বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। 

৮১ রানের বিশাল পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মুশতাক আহমেদ। রশিদ খানকে খেলতে না পারা প্রসঙ্গে মুশতাক বলেন, ''আমার মনে হয় তারা রশিদের বিপক্ষে খেলে, রশিদের বলের বিপক্ষে খেলে না।''

রশিদ খানকে কিভাবে সামাল দিতে হয় সেই পরিকল্পনাও বলে দিয়েছেন মুশতাক। তিনি বলেন, ''রশিদ খুব বেশি বল ঘুরায় নাহ। সে অনেক অভিজ্ঞ ও উইকেট টেকার। এই ধরণের কন্ডিশনে তার মতো ভালো স্পিনারের বিপক্ষে স্কোরিং অপশন ভালো হতে হয়। রশিদের বল সোজা ব্যাটে খেললেই ভালো হয়। আপনি চাইলেই তার মতো বোলারের বিপক্ষে অনেক সময় বড় শট খেলতে পারবেন না। এই ব্যাপারগুলো আমাদের ব্যাটসম্যানদের শিখতে হবে।'' 

এছাড়া ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ শুধু স্কিল না, পাশাপাশি মানসিক শক্তিও কারণ বলে মনে করেন মুশতাক। তার মতে, ''আমাদের মেধা কতটুকু তা এই পারফরম্যান্স দিয়ে বোঝা যাবে না। বোলিং ইউনিট ভালো করছে, পেসার স্পিনার সবাই। ব্যাটিংয়ে উন্নতি করলে যে কোন দলকেই চ্যালেঞ্জ জানানো সম্ভব। স্কিল ও মানসিক দুই জায়গাতেই সমস্যা। ব্যাটাররা প্রচুর চেষ্টা করছে তবে মানসিক বাঁধা!''