Image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ইনজুরির কবলে আয়ারল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 13 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ইনজুরির কবলে আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ইনজুরির কবলে আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ইনজুরির কবলে আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেলো আয়ারল্যান্ড। ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার ক্রেইগ ইয়াং ও কুর্টিস ক্যাম্ফার পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।

৩৫ বছর বয়সী পেসার ইয়াং হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইন্টার-প্রভিন্সিয়াল কাপে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের হয়ে খেলতে গিয়ে। তার বদলে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন জর্ডান নিল। অন্যদিকে, নেট সেশনে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার কুর্টিস ক্যাম্ফার। তাকে বদলে দলে জায়গা পেয়েছেন স্টিফেন ডোহেনি।

আয়ারল্যান্ড দলের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, “সিরিজের আগে এমন ইনজুরি অবশ্যই হতাশাজনক। ইয়াং ও ক্যাম্ফার সহ আমাদের মূল পেস আক্রমণের বেশ কয়েকজন খেলোয়াড়ই এখন পুনর্বাসনে। তবে আমি এটিকে সম্ভাবনা হিসেবেই দেখছি। নতুনদের জন্য এটি দারুণ সুযোগ।”

ম্যাচের সূচি
২১ মে – প্রথম ওয়ানডে
২৩ মে – দ্বিতীয় ওয়ানডে
২৫ মে – তৃতীয় ওয়ানডে

আয়ারল্যান্ড স্কোয়াড:
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ম্যাথিউ হাম্প্রিস, জশ লিটল, টম মেইজ, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ডে, জাস্টিন গ্রেভস, আমির জ্যাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, জেইডেন সিলস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three