ফেসবুকে বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ
-
1
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
-
2
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
-
3
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
-
4
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
-
5
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
ফেসবুকে বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ
ফেসবুকে বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ রিয়াদ
অনেক জল্পনা কল্পনার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার ফেসবুকে এক বার্তা দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন।
ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাহমুদউল্লাহ রিয়াদ ইংরেজিতে বিদায়ের ঘোষণা দেন। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়-
'সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।
বিশেষ কৃতজ্ঞতা আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি ছোটবেলা থেকে আমার সঙ্গে ছিলেন একজন কোচ ও পথপ্রদর্শকের মতো।
আর শেষ পর্যন্ত, ধন্যবাদ জানাই আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে থেকেছেন কঠিন ও সুসময়ে। আমি জানি, রাইদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।
সবকিছু হয়তো নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।
আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইলো শুভকামনা।'
১৯৮৬ সালে জন্ম নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের পক্ষে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ পর্যায়ে।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের রান যথাক্রমে ২৯১৪, ৫৬৮৯ ও ২৪৪৪। উইকেট নিয়েছেন যথাক্রমে ৪৩, ৮২ ও ৪১ টি।
রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচই হয়ে রইল মাহমুদউল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
