যারা নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
-
1
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
-
2
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
3
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
4
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড
-
5
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়
যারা নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
যারা নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
লিটন দাসকে বাদ দিয়ে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ লিটন ছাড়াও এই দলে জায়গা হয়নি গেল আফিফ হোসেন ধ্রুব, দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের।
তামিম ইকবাল দুই দিন আগে জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক দলে সাকিব আল হাসানের না থাকাও নিশ্চিতই হয়ে যায় আগেরদিন।
এবার লিটন দাস, হাসান মাহমুদ, আফিফ হোসেন, শরিফুল ইসলামও স্কোয়াডে জায়গা পাননি। লম্বা সময় ধরে অফ ফর্মের কারণেই মূলত বাদ পড়লেন লিটন, ওয়ানডে ক্রিকেটে সবশেষ ফিফটি হাঁকান সময়ের হিসেবে ১৫ মাস, ১৩ ইনিংস আগে। ওয়ানডেতে শেষ এক বছরে লিটন দাসের ব্যাট হাসেনি। বিবর্ণ লিটন ৫ ইনিংসে রান করেছেন মোটে ৬।
সবশেষ সিরিজের দল থেকে লিটন দাস ছাড়াও বাদ পড়েছেন হাসান মাহমুদ, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
