আরও এক বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                আরও এক বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান
আরও এক বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান
আরও এক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান টানা নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আল হাসান। ‘আশা করব, আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি।’ –এভাবেই সাকিব আল হাসান বলছিলেন পরের বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছের কথা।
আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ আসরের পর সাকিব আল হাসান মাতাতে চান আরও একটি বিশ্বকাপ। সাকিব বেশ পরিষ্কার করেই জানিয়ে দিলেন এবারই শেষ নয়, ২০২৪ বিশ্বকাপে ভালো করে তিনি খেলতে চান পরের আসরেও।
এখন পর্যন্ত হওয়া সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা একজন হলেন সাকিব আল হাসান। আরেকজন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হতে যাচ্ছে একদিন পর থেকেই।
সাকিব চোখ রাখছেন তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এই বিশ্বকাপে ভালো করে আরেকটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা বলেছেন এভাবে,
‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পারা সাকিবের কাছে গর্বের, বেশ ভালো লাগার। আমেরিকা সাকিবের দ্বিতীয় বাড়ি, সেখানে তাই সাকিব আলো ছড়াতেও মরিয়া,
‘আমার সেকেন্ড হোম ঠিক আছে। তবে হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, এ দুটো জায়গাতেই আমরা যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব।’
