Image

জাকেরকে আগলে রাখছেন সিমন্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাকেরকে আগলে রাখছেন সিমন্স

জাকেরকে আগলে রাখছেন সিমন্স

জাকেরকে আগলে রাখছেন সিমন্স

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় ম্যাচেই নিশ্চিত করল বাংলাদেশ। ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি ঘরে তুলেছে টাইগাররা। 

দীর্ঘদিন ব্যাটে অফ ফর্মে থাকায় সমালোচনার মুখে অধিনায়ক জাকের। তবে  দ্বিতীয় ম্যাচে তার ২৫ বলে ৩২ রানের ইনিংস দলকে জয়ের পথে এগিয়ে দেয়। অনেক দিন পর ছক্কা হাঁকিয়েছেন তিনি, যা তাকে আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে। যদিও জাকের-শামীমের বিদায়ে শেষদিকে দল চাপে পড়ে, কিন্তু সোহান-শরিফুলের দারুণ ফিনিশে নিশ্চিত হয় টাইগারদের সিরিজ জয়।

জাকেরকে ঘিরে চলা সমালোচনা নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেন, “বিশ্বজুড়ে এমনটা স্বাভাবিক যে কয়েক ম্যাচ রান আসে না। জাকেরের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। আমি এটিকে কোনো সমস্যা মনে করি না, এটা ব্যাটসম্যানদের জীবনের অংশ।”

দলে মিডল অর্ডার ব্যাটারের ঘাটতি আছে কিনা—এমন প্রশ্নের জবাবে সিমন্সের ব্যাখ্যা, “আমাদের দলে মিডল অর্ডারের জন্য যথেষ্ট খেলোয়াড় আছে। আজ যারা সুযোগ পেয়েছে, তারা কাজ করেছে। সবাই উন্নতি করছে।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three