তামিম ইকবালকে বিশেষ সম্মাননা দেবে বিসিবি
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
5
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
তামিম ইকবালকে বিশেষ সম্মাননা দেবে বিসিবি
তামিম ইকবালকে বিশেষ সম্মাননা দেবে বিসিবি
চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিলো তামিম ইকবালের। তবে সব সম্ভবনাকে উড়িয়ে দিয়ে গত ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ব্যাটার। বাংলাদেশ ক্রিকেটে তামিমের অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী বিশেষ সম্মাননা দিতে চায় বিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল এখন ‘সাবেক ক্রিকেটার’। তবে তার অবদান মনে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালকে বিদায়ী সম্মাননা জানানোর। আগামীকাল বিপিএলের ফাইনাল শেষে তামিমকে সম্মাননা জানাবে বিসিবি।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া তামিম ইকবালকে আগামীকাল বিপিএলের ফাইনালে বিদায়ী সম্মাননা জানাবে ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের জার্সিতে তামিমকে শেষবার দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। এরপর চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ মেলেনি তার। সেই থেকে বিভিন্ন কারণে আন্তর্জাতিক মঞ্চে আর খেলেননি তিনি। টি-টোয়েন্টি থেকে তামিম অবসর নিয়েছিলেন অবশ্য আগেই, ২০২২ সালের জুলাইতে। এবার টেস্ট আর ওয়ানডে থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
কাল ফরচুন বরিশালকে নিয়ে চিটাগং কিংসের বিপক্ষে বিপিএল ফাইনাল খেলতে নামবেন তামিম ইকবাল। টানা দ্বিতীয় শিরোপা জয়ে চোখ রাখছে তামিমের দল।
