আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
5
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ সমতা আনলো আফগানরা। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান । শুরুতেই আল ফাহাদের বলে ৬ রান করে আউট হন খালিদ আহমাদজাই। তারপর দলীয় ৫৪ রানে ওসমান সাদাদকে ফেরান সামিউন বাশির।
ওয়ান ডাউনে নেমে ১০৫ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন ফয়সাল খান। দ্রুত গতিতে রান তুলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে আফগানরা। উজায়রুল্লাহ করেন ৩১ এবং মাহবুব খান করপন ৬৮ রান। শেষদিকে বাংলাদেশী অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়রা দ্রুত কয়েকটি উইকেট তুলে নিলেও নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রানের বড় সংগ্রহ দাড় করায় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশী যুবারা। দলীয় ৪৫ রানেই রিফাত বেগ, জাওয়াদ আবরার এবং তামিম আউট হয়ে যান। চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকি এলিন এবং রিজান হোসেনের ৯৩ রানের জুটিতে ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ।
তবে জাইতুল্লাহ শাহিনের বলে ৫২ রানে রিজান আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১৩৮ রানে ৪ উইকেট থেকে ১৭৩ রান তুলতেই নিমিষেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩৭.২ ওভারেই সব কয়টি উইকেট হারায় বাংলাদেশ। কালাম সিদ্দিকি করেন দলের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৭১ রান।
আফগানিস্তানের হয়ে ৪ টি উইকেট নেন শাহীন, ৩ টি উইকেট শিকার করেন ওয়াহিদুল্লাহ জাদরান।
