ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির ফিটনেস পরীক্ষা
-
1
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
2
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
3
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির ফিটনেস পরীক্ষা
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির ফিটনেস পরীক্ষা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বুমরাহর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের শেষ ম্যাচ ফিটনেস টেস্ট। দল ঘোষণায় বুমরাহর নাম বলতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, তার খেলা নির্ভর করবে ফিটনেসের উপর। এর জন্য় ১২ ফেব্রুয়ারি ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত প্রায় সব ক্রিকেটারই রয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তবে জাসপ্রীত বুমরাহর ম্যাচ ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় বাড়তি পেসার হিসেবে এই সিরিজের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয় হারশিত রানাকে।
অর্থাৎ, রানা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। তিনি শুধু বুমরাহর ব্যাকআপ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকছেন। বুমরাহর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে মাঠে নামার সম্ভানা কম। সেক্ষেত্রে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেন জাসপ্রীত।
ফিটনেস টেস্ট দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আদায় করতে হবে জাসপ্রীত বুমরাকে। ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেই তার ফিটনেস টেস্ট হবে। পাশ করলে চিন্তা মুক্ত হবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একান্তই পাওয়া না গেলে সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ, হারশিত রানার মধ্যে কাউকে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে।
সবশেষ বর্ডার-গাভাস্কার ট্রফির মধ্যেই খেলা ছেড়ে হাসপাতালে যেতে হয় জাসপ্রীত বুমরাহকে। আগামী মাস থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কার্যত অপরিহার্য। তাই বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকিতে যেতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহকে পুরো ফিট করে তুলতে চাইছে।
