ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি ফিরছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সিরিজটি শুরু হবে আগামী ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে কাফ ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন হেনরি। বর্তমানে তিনি নির্ধারিত ফিটনেস ও পুনর্বাসন প্রোগ্রাম সম্পন্ন করছেন, যাতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও পরবর্তী তিন টেস্টের জন্য প্রস্তুত থাকতে পারেন।
দলে স্থান ধরে রেখেছেন ব্লেয়ার টিকনারও। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পরপর ম্যাচসেরা হওয়ার পর তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। ঐ দুটি ম্যাচে টিকনারের বোলিং ফিগার ছিল ৪–৩৪ ও ৪–৬৪, এবং তৃতীয় ম্যাচে ব্যাট হাতে দলকে জয় এনে দেন। ঐ জয়ের ফলে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জেতে নিউজিল্যান্ড।
পেস আক্রমণে হেনরি ও টিকনারের সঙ্গে থাকছেন জ্যাক ফকস, জ্যাকব ডাফি, কাইল জেমিসন ও নাথান স্মিথ। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার, সঙ্গে আছেন মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ড স্কোয়াড – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
ইনজুরির কারণে অনুপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্বাস, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্কে, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্স।
কেন উইলিয়ামসনকে এই সিরিজে বিবেচনা করা হয়নি, কারণ তিনি ডিসেম্বরের টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন।
ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “ম্যাট হেনরি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং পেস আক্রমণের নেতা। তাঁকে দলে ফিরে পাওয়া দারুণ খবর।”
টিকনারের প্রশংসা করে তিনি বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে টিকনার অসাধারণ পারফর্ম করেছে। তার গতি ও বাউন্স প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এমন পারফরম্যান্সের পর দলে থাকা সম্পূর্ণ প্রাপ্য।”
ওয়াল্টার আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সবসময় বিপজ্জনক দল। তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আমাদের জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ।”
নিউজিল্যান্ড দল ১৪ নভেম্বর ক্রাইস্টচার্চে ক্যাম্প শুরু করবে। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ১৬ নভেম্বর (হ্যাগলি ওভাল), ১৯ নভেম্বর (ম্যাকলিন পার্ক, নেপিয়ার) এবং ২২ নভেম্বর (সেডন পার্ক, হ্যামিল্টন)-এ অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক ৩–০ ব্যবধানে ইংল্যান্ডকে হারানোর পর নিজেদের টানা একাদশ হোম সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ব্ল্যাকক্যাপসরা।
