ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক উইন্ডিজ আজ (৩ মে) তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। 

রভম্যান পাওয়েল ১৫ সদস্যের স্কোয়াডের নেতা হিসাবে আছেন। জেসন হোল্ডার, আন্দ্রে রাসেলের মত অভিজ্ঞ ক্রিকেটার আছেন স্কোয়াডে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বিস্ময় জাগানিয়া পারফরম্যান্স উপহার দেওয়া শামার জোসেফ আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন স্কোয়াডে। একাদশে সুযোগ মিললে বিশ্বকাপের ম্ঞচেই হবে তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ফিরেছেন শিমরন হেটমেয়ার। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে দারুণ খেলতে থাকার ফল মিলেছে। 

বাদ পড়েছেন কাইল মায়ের্স। ওশানে থমাসও স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। 

জনসন চার্লস, ব্রেন্ডন কিং, শাই হোপরা আছেন। বিগ হিটার হিসাবে নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শিমরন হেটমেয়ার, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ডসের সুখ্যাতি আছে। 

স্পিন ডিপার্টমেন্টে আকিল হোসেন, গুদাকেশ মতি আছেন। পেস আক্রমণে আলঝারি জোসেফ নেতা, সঙ্গী শামার জোসেফ। 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলঝারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড। 

 

ওয়েস্ট ইন্ডিজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ গ্রুপ সি তে রয়েছে। যেখানে তাঁদের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, গায়ানাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে। 

উল্লেখ্য, সবকটি দল ২৫ মে পর্যন্ত তাঁদের স্কোয়াডে বদল আনতে পারবে। এরপর বদল আনতে হলে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত লাগবে।