Image

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে যে ২৫ জন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 22 সেকেন্ড আগে
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে যে ২৫ জন

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে যে ২৫ জন

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে যে ২৫ জন

আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল অনুশীলন এবং ২০ আগস্ট ক্যাম্প স্থানান্তর হবে সিলেটে।

এই স্কোয়াডেই গঠন করা হতে পারে এশিয়া কাপ ২০২৫ এর জন্য চূড়ান্ত দল। তাই এই ক্যাম্পে ভালো পারফর্ম করাই মূল লক্ষ্য খেলোয়াড়দের।

দলে রাখা হয়েছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। তার সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। আছেন মোহাম্মদ নাইম শেখ ও, যিনি বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলে খেলছেন।

দলে রয়েছেন সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজের মতো পরিচিত মুখ। অলরাউন্ডার হিসেবে দেখা যাবে শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

পেস আক্রমণেও আছে বৈচিত্র্য। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদকে রাখা হয়েছে স্কোয়াডে। সাথে আছেন ‘এ’ দলের খেলোয়াড় খালেদ আহমেদ, নাহিদ রানা এবং মাহিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ সাইফ হাসান।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড 

১. লিটন কুমার দাস (অধিনায়ক)
২. তানজিদ হাসান তামিম
৩. মোহাম্মদ নাইম শেখ (বাংলাদেশ ‘এ’)
৪. সৌম্য সরকার
৫. পারভেজ হোসেন ইমন
৬. তাওহীদ হৃদয়
৭. জাকের আলী অনিক
৮. মেহেদী হাসান মিরাজ
৯. শামীম হোসেন
১০. নাজমুল হোসেন শান্ত
১১. রিশাদ হোসেন
১২. শেখ মেহেদী হাসান
১৩. তানভীর ইসলাম
১৪. নাসুম আহমেদ
১৫. হাসান মাহমুদ (বাংলাদেশ ‘এ’)
১৬. তাসকিন আহমেদ
১৭. তানজিম হাসান সাকিব
১৮. মোহাম্মদ সাইফউদ্দিন
১৯. নাহিদ রানা
২০. মুস্তাফিজুর রহমান
২১. শরিফুল ইসলাম
২২. খালেদ আহমেদ
২৩. কাজী নুরুল হাসান সোহান (বাংলাদেশ ‘এ’)
২৪. মাহিদুল ইসলাম অঙ্কন (বাংলাদেশ ‘এ’)
২৫. মোহাম্মদ সাইফ হাসান (বাংলাদেশ ‘এ’)

এই স্কোয়াড থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে নেদারল্যান্ডস সিরিজ এবং পরবর্তী এশিয়া কাপের জন্য। প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়দের ফর্ম ও ফিটনেস যাচাই করে নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three