Image

নাহিদ রানার গতিতে থামল শ্রীলঙ্কার ইনিংস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাহিদ রানার গতিতে থামল শ্রীলঙ্কার ইনিংস

নাহিদ রানার গতিতে থামল শ্রীলঙ্কার ইনিংস

নাহিদ রানার গতিতে থামল শ্রীলঙ্কার ইনিংস

ক্যাচ মিস আর রিভিউ চ্যালেঞ্জ না নেওয়ার মাশুল দিল বাংলাদেশ। কামিন্দু মেন্ডিস আর ধনঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে চোখ রাঙানি শ্রীলঙ্কার। ৫৭ রানে ৫ উইকেট হারানো দলটা তাদের ৬ষ্ঠ উইকেট হারায় ২৫৯ রানে গিয়ে। সিলেট টেস্টে এ পর্যন্ত তিন সেশনের মধ্যে সকালেই সেরা সেশন কেটেছে বাংলাদেশের। পরেরটা ছিল কেবলই হতাশার। শেষ সেশনে গতি, বাউন্স আর মুভমেন্টে জ্বলে ওঠলেন নাহিদ রান। একাই ফেরালেন দুই সেঞ্চুরিয়ানকে। শেষপর্যন্ত শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮০ রানে।

চলছে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা, শেষ সেশনে নেমেই জোড়া সেঞ্চুরির দেখা পান কামিন্দু মেন্ডিস আর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তবে এক নাহিদ রানার ওভারেই দুজন বাউন্ডারিতে পেয়েছেন সেঞ্চুরি। একে একে দুই সেঞ্চুরিয়ানকেই বিদায় করেন রানা। পরে নিয়েছেন আরও এক উইকেট। শুরুর দুই সেশনে উইকেটশূন্য থাকা নাহিদ রানা বিকাল রাঙিয়ে গুটিয়ে দিলেন লঙ্কানদের।

টেস্ট ক্যারিয়ারের কেবল দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই কামিন্দুর ব্যাটে শতরান। এই কামিন্দু মেন্ডিস অবশ্য প্যাভিলিয়নে ফিরতে পারতেন এদিন গোল্ডেন ডাক হয়ে। যদি না শরিফুল ইসলামের বলে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের হাত থেকে বল ফস্কে যেত। শুরুতেই জীবন পাওয়া কামিন্দু এরপর আর কোনোপ্রকার ভুল করেননি, দায়িত্ব নিয়ে দলকে টেনেছেন। নিজের ইনিংস বড় করেছেন।

এরপর ব্যক্তিগত ৯৫ রানে থাকা লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার উইকেট দখলে নিতে পারতেন তাইজুল ইসলাম। লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া দেননি, উইকেটকিপার লিটনের কথায় রিভিউও নেয়নি বাংলাদেশ। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলেও নিশ্চিত উইকেট পেত বাংলাদেশ।

নাহিদ রানাকে বাউন্ডারি হাঁকিয়ে ১২৬ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান কামিন্দু মেন্ডিস। কিন্তু সেঞ্চুরি হাঁকানোর পরের বলেই কামিন্দুকে লিটনের গ্লাভসে ক্যাচ বানিয়ে অভিষেক উইকেটের দেখা পান নাহিদ রানা। এই ওভারেই ফের বাউন্ডারি হাঁকিয়ে ১১তম সেঞ্চুরির দেখা পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা বল খেলেছেন ১২৭। নাহিদ রানার ব্রেকথ্রুতে ভাঙে ধনঞ্জয়া-কামিন্দুর ২০২ রানের জুটি। যা আসে ২৪৫ বল থেকে।

গতি, বাউন্স আর মুভমেন্টে বিপর্যস্ত প্রবাথ জয়সুরিয়া বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। নাহিদ রানা ঝুলিতে নিয়েছেন তৃতীয় শিকার। তাইজুল ইসলাম নিজের প্রথম উইকেটের দেখা পান শ্রীলঙ্কার হারানো নবম উইকেটে। ১৯ বলে ৯ রানে থাকা বিশ্ব ফার্নান্দো ক্যাচ হয়েছেন উইকেটকিপারের গ্লাভসে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three