বাংলাদেশকে ব্যাট করার সুযোগ না দিয়েই বৃষ্টির হস্তক্ষেপে পরিত্যক্ত ম্যাচ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 30 সেকেন্ড আগে
বাংলাদেশকে ব্যাট করার সুযোগ না দিয়েই বৃষ্টির হস্তক্ষেপে পরিত্যক্ত ম্যাচ
বাংলাদেশকে ব্যাট করার সুযোগ না দিয়েই বৃষ্টির হস্তক্ষেপে পরিত্যক্ত ম্যাচ
চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। বাংলাদেশের যুবারা নামতে পারেননি ব্যাটিংয়েই।
৪৫ ওভারে কমিয়ে আনা ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ওভারে তোলে ৫ উইকেটে ২৭৯ রান। স্বাগতিকদের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক থমাস রিউ। ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পাওয়া জেমস রিউর ছোট ভাই থমাস ৮৬ বলে ৯৩ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছয়। শেষ ওভারে সেঞ্চুরির সুযোগ পেলেও এক বল খেলার সুযোগ পেয়ে থামতে হয় তাকে।
রিউয়ের সঙ্গে জুটি বেঁধে রান তোলেন রালফি আলবার্ট। তিনি খেলেন ৪৩ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস, যাতে ছিল ৫টি চার ও ২টি ছয়। এ ছাড়া জ্যাক নেলসন করেন ২৮ রান। রিউ আলবার্টের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৮৯ রানের জুটি। এর আগে নেলসনের সঙ্গে তার অবদান ছিল ৭১ রান।
বাংলাদেশের বোলাররা এই ম্যাচে কিছুটা খরুচে ছিলেন। তারা মোট ২৭টি অতিরিক্ত রান বিলিয়ে দেন। তবে ইনিংস শেষে আর মাঠে নামতে পারেনি টাইগার যুবারা। বৃষ্টির কারণে ব্যাট করার সুযোগই হয়নি অতিথি দলের।
বাংলাদেশের পক্ষে বল হাতে ১ টি করে উইকেট নেন আল ফাহাদ, আজিজুল হাকিম, সামিউন বাশির, স্বাধীন ইসলাম এবং রিজান হোসেন। এদিনের সেরা বোলার ছিলেন স্বাধীন। তিনি ৯ ওভার বল করে খরচা করেছেন মাত্র ৩৫ রান।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর।