১৭ সদস্যের ক্যাম্প ও বিশ্বকাপ ভাবনা, প্রধান নির্বাচক লিপু যে ব্যাখ্যা দিলেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
১৭ সদস্যের ক্যাম্প ও বিশ্বকাপ ভাবনা, প্রধান নির্বাচক লিপু যে ব্যাখ্যা দিলেন

১৭ সদস্যের ক্যাম্প ও বিশ্বকাপ ভাবনা, প্রধান নির্বাচক লিপু যে ব্যাখ্যা দিলেন

১৭ সদস্যের ক্যাম্প ও বিশ্বকাপ ভাবনা, প্রধান নির্বাচক লিপু যে ব্যাখ্যা দিলেন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করে এই দল ঘোষণা করা হয়, যেখানে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলেছেন সার্বিক অবস্থা নিয়ে। শুধু জিম্বাবুয়ে সিরিজকে কেন্দ্র করে এই দল দেওয়া হয়েছে এমনটি নয়। বরং সামনে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ এবং গুরুত্বপূর্ণ যেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ– এই সমস্ত কিছুই রয়েছে বিবেচনায়। চট্টগ্রামে ম্যাচ সিনারিও খেলার মাধ্যমে ম্যানেজমেন্ট ও কোচ পরিস্কার হওয়ার চেষ্টা করবেন খেলোয়াড়দের ব্যাপারে। 

বাংলাদেশের বিপক্ষে আগামী ৩ মে থেকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সেই সিরিজ সামনে রেখে, পাশাপাশি ভবিষ্যৎ সিরিজ ও টুর্নামেন্ট মাথায় রেখে দল ঘোষণা করেছে বিসিবি। যে দলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আপাতত রাখা হয়নি। সাকিব এখন অবস্থান করছেন পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মুস্তাফিজ ব্যস্ত আছেন আইপিএলে। 

 

বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য অধিক সময় না পাওয়াকে মাথায় নিয়ে বিসিবির এই দল ঘোষণা করা হয়েছে বলে গাজী আশরাফ নিশ্চিত করেন, “কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র ধরেও যদি বলি, আমরা প্রিপারেশনের জন্য খুব একটা সময় সব সময় পাই না। সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি। আন্তর্জাতিক কোনো গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময়ও আমরা বোধ করি।”

তিনি যোগ করেন, “তো এই একই ফরম্যাটে জিম্বাবুয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে, তারপরে ইউএসএ’র সঙ্গে তিনটা ম্যাচ আছে এবং তারপরে আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢুকে যাবো। সো দ্যাট একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে। এই টি-টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কী দাঁড়াবে, ব্যাটসম্যানদের রোল কিভাবে দাঁড়াবে, বোলারদের কী রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ একটা ব্রিফ ধারণা দিবে।”

আগামী ২৬, ২৭ ও ২৮ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ সিনারিওতে প্রস্তুতি নেবে এই ১৭ জন ক্রিকেটার। তাদের পারফরম্যান্স, উন্নতি এসব চিহ্নিত করবেন দলের কোচিং স্টাফের সাথে যুক্ত সদস্যরা। 

বিশ্বকাপে কেমন দল হবে, সে ব্যাপারে একটা ধারণা পাওয়া যাবে এই ১৭ জন বা সাকিব ও মুস্তাফিহ-সহ ১৯ জন ক্রিকেটার থেকে। এই প্রস্তুতি ক্যাম্প গুরুত্ব সহকারে নিয়ে এর পুরো উশুল করার চেষ্টা থাকবে বাংলাদেশ দলের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল প্রসঙ্গে বলতে গিয়ে প্রধান নির্বাচক জানান, “এখানে দেখেন, আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। ১ তারিখের মধ্যে টিম জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। এই দলটাই যে বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেক খেলা আছে, অনেক কিছু হতে পারে, ইনজুরি হতে পারে। তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। এটা বোর্ডের ব্যাপার। তার প্রকাশ করবে কী করবে না। এটা দল দিয়ে দেওয়ার দরকার হবে যত দ্রুত সম্ভব।”