Image

চোটের কারণে এবার উইল ও'রুর্ককে হারাল নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
চোটের কারণে এবার উইল ও'রুর্ককে হারাল নিউজিল্যান্ড

চোটের কারণে এবার উইল ও'রুর্ককে হারাল নিউজিল্যান্ড

চোটের কারণে এবার উইল ও'রুর্ককে হারাল নিউজিল্যান্ড

মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে পিঠের চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার উইল ও'রুর্ক। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলে যোগ করা হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে, যিনি এখনও কোনও টেস্ট খেলেননি।

প্রথম টেস্টে অংশ নেওয়া ও'রুর্ক গত সপ্তাহে বুলাওয়েতে কুইন্স ক্রিকেট ক্লাবে তৃতীয় দিনে খেলার সময় পিঠে চোট পান। সেই ম্যাচে তিনি ২৩ ওভার বল করে তিনটি উইকেটও নিয়েছিলেন। পিঠের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন উইল ও'রুর্ক।

এর আগে তারা ফাস্ট বোলিং অলরাউন্ডার নাথান স্মিথকে হারিয়েছে। স্মিথের পরিবর্তে পেস বোলিং অলরাউন্ডার জাকারি ফাউলকসকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাকা হয়েছে। এবার বাঁ-হাতি ফাস্ট বোলার বেন লিস্টারকে ও'রুর্কের পরিবর্তে ডাকা হয়েছে। 

নিউজিল্যান্ড নয় উইকেটের বিশাল জয় পেয়েছে সিরিজের প্রথম টেস্টে এবং ৭ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three