আইপিএলে ৬ ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

আইপিএলে ৬ ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস
আইপিএলে ৬ ক্রিকেটারকে রিটেইন করল রাজস্থান রয়্যালস
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর প্রথম আসর ২০০৮ এর চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। ২০২৫ আইপিএল আসর সামনে রেখে শিরোপাতে চোখ রেখে ৬ ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৫ ভারতীয় ও ১ ওভারসিজ ক্রিকেটারকে দলে রিটেইন করেছে রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সাওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সন্দ্বীপ শর্মার সাথে ওভারসিজ শিমরন হেটমেয়ার।
সমান ১৮ কোটি ভারতীয় রুপি করে খরচ করে সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সাওয়ালকে রিটেইন করেছে রাজস্থান। সমান ১৪ কোটি রুপি করে খরচ হয়েছে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলকে নিতে। ১১ কোটি রুপি শিমরন হেটমেয়ার ও ৪ কোটি রুপি সন্দ্বীপ শর্মাকে রিটেইন করতে খরচ করতে হয়েছে।
রিটেনশনে ৭৯ কোটি রুপি খরচ করা রাজস্থান রয়্যালসের পার্সে অবশিষ্ট আছে ৪১ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবেনা ১ টিও।
গেলবার রাজস্থান রয়্যালসের শিবিরে থাকা যুজবেন্দ্র চাহাল, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিনদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি রাজস্থান রয়্যালস।
আইপিএল ২০২৫ নিলামে বোলারদের দিকে নজর থাকবে রাজস্থান রয়্যালসের। কারণ রিটেনশনে ৪ ব্যাটার ও ১ বোলার নিয়েছে তাঁরা।
রাজস্থান রয়্যালসের রিটেইন করা ক্রিকেটার-
সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সাওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমেয়ার (১১ কোটি) ও স্বন্দ্বীপ শর্মা (৪ কোটি)।