Image

বাংলাদেশ সিরিজ শেষ শিমরন হেটমায়েরের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজ শেষ শিমরন হেটমায়েরের

বাংলাদেশ সিরিজ শেষ শিমরন হেটমায়েরের

বাংলাদেশ সিরিজ শেষ শিমরন হেটমায়েরের

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে আরও এক ধাক্কা ওয়েস্ট ইন্ডিজের। এবার ছিটকে গেলেন তারকা ব্যাটার শিমরন হেটমায়ের। বদলি হিসেবে ৩ ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেলেন অ্যালিক আথানাজ। 

সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শিমরন হেটমায়েরের পরিবর্তে উইন্ডিজ দলে এসেছেন অ্যালিক আথানাজ। অসুস্থতার কারণে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন হেটমায়ের। 

অ্যাথানাজের অন্তর্ভুক্তি গত কয়েক দিনে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে তৃতীয় পরিবর্তন। এর আগে জ্যামাইকান পেসার মারকুইনো মাইন্ডলি এবং জেদিয়া ব্লেডসকে বাদ পড়া শামার জোসেফ ও ম্যাথু ফোর্ডের জায়গায় দলে নেওয়া হয়। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মাঠের লড়াইয়ে নামবে দু'দল। 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল-

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, অ্যালিক আথানাজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফানে রাদারফোর্ড, মারকুইনো মাইন্ডলি, জেয়ডেন সিলস, জেদিয়া ব্লেডস এবং রোমারিও শেফার্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three