Image

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ম্যাচসেরার পুরস্কার হাতে নিলেন, কিন্তু একই ম্যাচে নিয়ম ভাঙার দায়ে বড়সড় আর্থিক শাস্তির মুখে পড়তে হলো পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের পরও তার মুখে স্বস্তির হাসি টিকলো না বেশিক্ষণ।

চলতি আইপিএলের ৪৯তম ম্যাচে ধীরগতির ওভার রেট বজায় রাখায় শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই। আইপিএলের নতুন আচরণবিধি অনুযায়ী, প্রথমবার মন্থর ওভার রেটের অপরাধে অধিনায়ককে এই পরিমাণ অর্থ গুনতে হয়।

ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ১৯১ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় মাত্র চার উইকেটে। ব্যাট হাতে নেতৃত্ব দেন শ্রেয়াস ৪১ বলে ৭২ রানের এক ঝলমলে ইনিংস খেলে তিনিই হয়ে ওঠেন ম্যাচসেরা। কিন্তু সময়ের ব্যবস্থাপনায় ব্যর্থতা তার আনন্দে ছায়া ফেলে দেয়।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না হওয়ায় শেষ ওভারে মাঠে ফিল্ডার কম রাখতে বাধ্য হয় পাঞ্জাব। যদিও প্রতিপক্ষ ইনিংস শেষ হয়ে যাওয়ায় ম্যাচে এর প্রভাব তেমন পড়েনি, তবে শৃঙ্খলা ভঙ্গের দায় এড়াতে পারেননি আইয়ার।

একদিকে ম্যাচসেরা হয়ে পেয়েছেন ১ লাখ রুপির পুরস্কার, অন্যদিকে গুনতে হয়েছে ১২ লাখ রুপির জরিমানা যা কার্যত এক ম্যাচেই ১১ লাখ রুপির আর্থিক ক্ষতি!

এই শাস্তি দল এবং অধিনায়ককে আগামী ম্যাচগুলোতে আরও সতর্ক করে তুলবে, এমনটাই আশা করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। কারণ একের পর এক মন্থর ওভার রেটের ঘটনা শুধু জরিমানা নয়, ভবিষ্যতে পয়েন্ট কর্তনের কারণও হতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three