Image

পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শনিবার ১৭ মে এবং সোমবার ১৯ মে, সন্ধ্যা ৭টা (স্থানীয় সময়) থেকে।

গত তিন বছরে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দুবাইয়ে প্রথম সিরিজে মুখোমুখি হয়েছিল দুটি দল।

 

Schedule Confirmed! 🗓️ Bangladesh will tour the UAE for a 2-match T20I series in Sharjah. 🏏🌴 Exciting short-format cricket awaits! #UAEvBAN

Posted by Cricket97 on Thursday, May 1, 2025

ঘোষণা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমদ বলেন:

"বাংলাদেশ পুরুষ দলের বিপক্ষে আরেকটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। ইসিবি সবসময়ই ইউএই জাতীয় দলের জন্য মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ তৈরি করতে আগ্রহী। গত তিন বছরে আমরা আইসিসির পূর্ণ সদস্য দেশ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি এশিয়া কাপে ইউএই দলের প্রস্তুতির জন্য দারুণ একটি সুযোগ। এই সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য শারজাহ একটি অসাধারণ ভেন্যু এবং আমরা দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছি।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সিরিজ নিয়ে বলেন:

“বাংলাদেশ জাতীয় দলকে আবারও ইউএই-তে দেখতে পেয়ে আমরা আনন্দিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ বিসিবি সবসময়ই গুরুত্ব দিয়ে দেখে এবং এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়ায় আমরা ইসিবিকে ধন্যবাদ জানাই। আসন্ন এশিয়া কাপ এবং ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে এই সিরিজ আমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, এই সিরিজ বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং দর্শকদের জন্য মানসম্পন্ন বিনোদন উপহার দেবে।”

এই দুই ম্যাচের সিরিজটি দুটি দলের জন্যই আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ও উপভোগ্য এক প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিচ্ছে। এই সিরিজের পরপরই পাকিস্তানের মাটিতে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three