Image

চিপকের মাঠে রাজা মুস্তাফিজ, শিকারে আছেন শীর্ষে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চিপকের মাঠে রাজা মুস্তাফিজ, শিকারে আছেন শীর্ষে

চিপকের মাঠে রাজা মুস্তাফিজ, শিকারে আছেন শীর্ষে

চিপকের মাঠে রাজা মুস্তাফিজ, শিকারে আছেন শীর্ষে

আন্দ্রে রাসেলের ক্যাচটা মহেন্দ্র সিং ধোনি লুফে নিতে পারেননি। তা হলে আরও একটি উইকেট বাড়ত মুস্তাফিজুর রহমানের নামে। কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সহজ জয়ের দিনে মুস্তাফিজের ঝুলিতে ঢুকেছে ২ টি উইকেট। এতে করে চলতি আইপিএলে এখন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি। সতীর্থ রবীন্দ্র জাদেজার হাত দিয়ে ‘পার্পল ক্যাপ’ খানা ইনিংস বিরতিতে উঠে যায় মুস্তাফিজের মাথায়। 

এম. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইয়ের ঘরের মাঠ। লোকমুখে পরিচিত চিপক নামে। এই মাঠে মুস্তাফিজের বল নাকি কার্যকরী হবে, এমন এক ব্যাখ্যা শোনা গিয়েছিল আইপিএল নিলামের পর। চেন্নাই যখন এই বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে, তখন নানা জনের নানা কথা ও আলোচনা ছিল। 

তবে মুস্তাফিজ এখন পর্যন্ত নিজের সামর্থ্যের জানান দিয়ে গেছেন। চেন্নাইয়ের হয়ে ৪ টি ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে দেশে এসেছিলেন। ফলে একটি ম্যাচে দলের সাথে থাকতে পারেননি। 

 

বাকি ৪ ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচই চেন্নাইয়ের মাঠে খেলেছেন মুস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। 

তার খেলা তৃতীয় ম্যাচটি ছিল দিল্লির বিশাখাপত্তনামে। যেখানে দিল্লির বিপক্ষে কিছুটা খরুচে ছিলেন মুস্তাফিজ। দিয়েছেন ৪৭ রান, শিকার করেছেন কেবল ১ টি উইকেট। গত শুক্রবারে হওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হওয়া ম্যাচ মিস করেন এই পেসার। তবে সোমবার রাতের ম্যাচে চেন্নাইয়ের মাঠে ফিরে আবারও ২ উইকেট তুলেছেন মাত্র ২২ রান খরচায়। কোলকাতার বিপক্ষে ম্যাচটিতে অনায়াসে জয় পেয়েছে চেন্নাই। 

আর এই ম্যাচে নেওয়া ২ উইকেট দিয়ে চলতি আইপিএলে মুস্তাফিজের উইকেটসংখ্যা এখন ৯ টি। তার চেয়ে কম যুজবেন্দ্র চাহালের ৮ টি, জেরাল্ড কোয়েটজি ৭ টি উইকেট নিয়ে অবস্থান করছেন। 

আইপিএলে এখনো বহু ম্যাচ বাকি। মুস্তাফিজের মাথায় পার্পল ক্যাপ শেষপর্যন্ত থাকবে কি না, তা সময় বলে দিবে। তবে আপাতত এই যাত্রায় তিনি এখন শীর্ষে৷ আগামী ১৪ এপ্রিল, মুম্বাইয়ের বিপক্ষে তাদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে চেন্নাই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three