Image

পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা

পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা

পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা

গতকাল (৯ এপ্রিল) নিউজিল্যান্দের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে অধিনায়ক থাকলেও তাঁর ডেপুটির নাম জানায়নি নির্বাচকরা। নির্বাচক ওয়াহাব রিয়াজ জানিয়েছিলেন সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের সহ অধিনায়ক কে হবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন তাঁরা। 

ওয়াহাব রিয়াজ এটাও জানিয়েছিলেন ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রোটেশন পলিসি থাকবে। এমনকি অধিনায়কও বিশ্রাম পেতে পারেন। 

পাকিস্তানি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) মুলতান সুলতান্সকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ রিজওয়ান সহ অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন। 

আলোচনায় যদিও কেবল রিজওয়ানের নাম নেই। কিছু বোর্ড কর্তা শাদাব খানকেও সহ অধিনায়ক করার পক্ষে। শাদাব খানের নেতৃত্বেই পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড তাঁদের ৩য় শিরোপা জিতেছে। গেলবছর বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। 

তবে শেষমেশ কে বাবরের ডেপুটি হবেন তা জানা যাবে ঈদের পর। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three