আইপিএলে কম টাকায় সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে রিটেইন করল কোলকাতা নাইট রাইডার্স
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

আইপিএলে কম টাকায় সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে রিটেইন করল কোলকাতা নাইট রাইডার্স
আইপিএলে কম টাকায় সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে রিটেইন করল কোলকাতা নাইট রাইডার্স
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ইতিহাসের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ আইপিএলকে সামনে রেখে ৬ ক্রিকেটারকে রিটেইন করেছে। মাত্র ৬৯ কোটি ভারতীয় রুপি খরচ করে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর।
রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হারশিত রানা, রমনদ্বীপ সিংদের সঙ্গে আছেন দুই ওভারসিজ আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন।
আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে রিটেইন করতে সমান ১২ কোটি ভারতীয় রুপি করে খরচ করেছে কেকেআর। একই অর্থ খরচ হয়েছে বরুণ চক্রবর্তীকে নিতে। কেকেআর সবচেয়ে বেশি ১৩ কোটি ভারতীয় রুপি খরচ করেছে রিংকু সিংকে নিতে। ৪ কোটি ভারতীয় রুপি করে লেগেছে হারশিত রানা ও রমনদ্বীপ সিংকে নিতে।
রিটেনশনে ৬৯ কোটি রুপি খরচ করা কোলকাতা নাইট রাইডার্সের পার্সে অবশিষ্ট আছে ৫১ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবেনা ১ টিও।
গেলবার কেকেআর শিবিরে থাকা, দলকে শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি শাহরুখ খানের মালিকানাধীন কোলকাতা নাইট রাইডার্স। এছাড়া মিচেল স্টার্ক, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানাদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি ।
কোলকাতা নাইট রাইডার্সের রিটেইন করা ক্রিকেটার-
রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হারশিত রানা (৪ কোটি) ও রমনদ্বীপ সিং (৪ কোটি)।