Image

সানরাইজার্স হায়দ্রাবাদে বিজয়কান্ত বিয়াসকান্থ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সানরাইজার্স হায়দ্রাবাদে বিজয়কান্ত বিয়াসকান্থ

সানরাইজার্স হায়দ্রাবাদে বিজয়কান্ত বিয়াসকান্থ

সানরাইজার্স হায়দ্রাবাদে বিজয়কান্ত বিয়াসকান্থ

শ্রীলঙ্কার লেগ স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্থ'কে দলে ভিড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ। চোটে পড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে বিজয়কান্তকে বেছে নিয়েছে দলটি। গত শনিবার অফিশিয়ালি আইপিএল ২০২৪ থেকে ছিটকে যান হাসারাঙ্গা। বিজয়কান্তকে হাসারাঙ্গার রিজার্ভ মূল্য ৫০ লাখ রুপিতে দলে টেনেছে হায়দ্রাবাদ। 

বিজয়কান্তের বয়স মাত্র ২২ বছর। ডিসেম্বর, ২০২০ এর কথা, যখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে জাফনা স্ট্যালিয়ন্সের হয়ে মাঠে নামেন তিনি। সেই টুর্নামেন্টে জাফনায় জন্ম ও বেড়ে ওঠা একমাত্র ক্রিকেটার ছিলেন তিনি।

বিজয়কান্ত ২০২৩ এশিয়ান গেমসে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেন। যেটি টি-টোয়েন্টি সংস্করণে চায়নাতে অনুষ্ঠিত হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টি’তে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শিরোপাজয়ী দল এমআই এমিরেটসের হয়ে মাত্র ৪ ইনিংস খেলে ৮ উইকেট শিকার করেছিলেন গত বছর। 

রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক ও প্রধান কোচ কুমার সাঙ্গাকারা বিজয়কান্তকে নেট বোলার হিসেবে গত বছর আইপিএলে নিয়ে আসেন। এবার হাসারাঙ্গার চোটে সুযোগ মিলেছে মূল দলে খেলার। খেলবেন হায়দ্রাবাদের হয়ে, যে দলের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান সাহচার্য সবসময় পেয়ে আসছেন বিজয়কান্ত। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন এই স্পিনার।

বিজয়কান্ত মোট ৩৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২ উইকেট শিকার করেছেন। যেখানে গড় ১৮.৭৮, ইকোনমি ৬.৭৬।

Details Bottom
Details ad One
Details Two
Details Three