পাকিস্তান সিরিজ শেষ ওটনিল বার্টম্যানের

পাকিস্তান সিরিজ শেষ ওটনিল বার্টম্যানের
পাকিস্তান সিরিজ শেষ ওটনিল বার্টম্যানের
জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যান। ডান হাঁটুতে চোটের সমস্যায় সিরিজের শেষ ওয়ানডেও মিস করবেন বার্টম্যান। করবিন বশ স্কোয়াডে বার্টম্যানের স্থলাভিষিক্ত হবেন।
প্রথম ওয়ানডে খেলতে নেমে বল হাতে দুই উইকেট নিয়েছিলেন বার্টম্যান, এরপর ডান হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। অলরাউন্ডার করবিন বশকে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে।
৩১ বছর বয়সী ওটনিল বার্টম্যান দ্বিতীয় ওয়ানডের আগে ওয়ার্মআপ করার সময় রান-আপে কিছুটা অস্বস্তি অনুভব করেন, এর ফলে একাদশে জায়গা পাননি।
কেশব মহারাজের পর বার্টম্যান হলেন দ্বিতীয় বোলার যিনি চলমান এই সিরিজে চোট আক্রান্ত এবং এই গ্রীষ্মে জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লিজাদ উইলিয়ামস, আনরিখ নরকিয়ার পর ষষ্ঠ পেসার হিসেবে বাদ পড়েছেন।
বৃহস্পতিবার কেপটাউনে বড় জয়ের পর ওডিআই সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছে।