আউট হয়েও বোলারের প্রশংসা করেন হেড, কিন্তু সিরাজ দেখান মেজাজ
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

আউট হয়েও বোলারের প্রশংসা করেন হেড, কিন্তু সিরাজ দেখান মেজাজ
আউট হয়েও বোলারের প্রশংসা করেন হেড, কিন্তু সিরাজ দেখান মেজাজ
অ্যাডিলেড টেস্টের আলো কেড়েছেন ট্রাভিস হেড। হেডের দুর্দান্ত ১৪০ রানের ইনিংসে টেস্ট থেকে অনেকটা ছিটকে যায় ভারত। তবে দুর্ভেদ্য এই ব্যাটারকে শেষ পর্যন্ত আউট করতে সক্ষম হন মোহাম্মদ সিরাজ। কিন্তু তার পরেই সিরাজের সাথে তর্কে জড়াতে দেখা যায় হেডকে। মাঠে আসলে তখন কি হয়েছিলো তা নিয়ে এবার মুখ খুলেছেন হেড।
সিরাজের বলে স্ট্যাম্পিং হওয়ার পর তাকে কিছু একটা বলতে দেখা যায় হেডকে। তারপর রাগান্বিত হয়ে সিরাজকেও কিছু একটা বলতে দেখা যায়। তারপর তিনি হেডকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত করেন।
ফক্স স্পোর্টসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাভিস হেড এ বিষয়ে বলেন, "আমি বলেছিলাম ভালো বল করেছো। কিন্তু সিরাজ অন্য কিছু ভেবে নিল আর আমাকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করল। মনে হয় আমার কাছ থেকে সে আঘাত পেয়েছে। বিষয়টা নিয়ে আমি কিঞ্চিং হতাশ। বিগত কয়েকটা ইনিংস যেভাবে খেলেছি, এমন হওয়ার কথা। তারা যদি এভাবে প্রতিক্রিয়া দেখাতে চায়, নিজেদের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে ঠিক আছে।"
এই ঘটানায় হতাশ হয়ে তিনি সিরাজের প্রতিক্রিয়ায় সাড়া দিয়েছিলেন। এই সিরিজে প্রথমবার এমন কিছু ঘটেনি। প্রথম দিনের খেলায়ও মেজাজ হারান। হেডের মতে এটি সীমা লঙ্ঘন। "আমি এটিকে খুব বেশি সময় দিতে চাই না তবে আমি যেভাবে খেলাটি খেলি, আমি আরও ভাল প্রতিক্রিয়া পছন্দ করতাম"।
ট্রাভিস হেড আরো বলেন,"আমি খেলার ওই পরিস্থিতিতে সিরাজের প্রতিক্রিয়া দেখে বিস্মিত হয়েছিলাম। তার সাথে আমার কোমো দ্বন্দ্ব ছিল না।"