২৫০ স্ট্রাইকরেটে গল মারভেলসকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

২৫০ স্ট্রাইকরেটে গল মারভেলসকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব
২৫০ স্ট্রাইকরেটে গল মারভেলসকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব
তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে যুক্ত করে গল মারভেলস। আজ নিজেদের প্রথম ম্যাচে নেমেই সাকিব রাখলেন দলের জয়ে অবদান। বোলিংয়ে ১ ওভার করা সাকিব রান দিয়েছেন ৭। এরপর ব্যাট হাতে নেমে আড়াইশো স্ট্রাইকরেটে ২০ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে দেন সাকিব।
লঙ্কা টি-টেন সুপার লিগের উদ্বোধনী সংস্করণ জয় দিয়ে শুরু করল সাকিব আল হাসানদের গল মারভেলস। অলরাউন্ড পারফর্ম্যান্সে আলো ছড়িয়ে দলের জয়ের অন্যতম নায়ক সাকিব। ৮ বলে ২০ রানের ইনিংস খেলেন সাকিব। ১৪ বল হাতে রেখে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৭ উইকেটে জিতল গল।
১০১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের ৪র্থ ওভারের প্রথম ডেলিভারিতে গল মারভেলস ৩৯ রানে হারায় তাদের ৩য় উইকেট। তখন ক্রিজে আসা সাকিব আল হাসান ৭.৪ ওভারে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৮ বল খেলা সাকিব ২ ছক্কা ও ১ চারে করেন ২০ রান। আড়াইশো স্ট্রাইকরেটে এই ইনিংস খেলে অপরাজিত থাকেন সাকিব।
গলের ইনিংসের পঞ্চম ওভারে থিসারা পেরেরাকে বাউন্ডারি ও ব্যাক টু ব্যাক ছয় হাঁকিয়ে ৫ বলেই ১৮ রানে পৌঁছে যান সাকিব। অপরদিকে তান্ডব চালাতে থাকেন গলের আরেক তারকা আন্দ্রে ফ্লেচার। সাকিব-ফ্লেচারের ৬৩ রানের হার-না-মানা জুটিতে ম্যাচ জিতে যায় গল মারভেলস।
এর আগে ক্যান্ডির ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে অ্যাকশনে আসেন সাকিব আল হাসান। দিনেশ চান্দিমাল আর চন্দরপল হেমরাজের বিপক্ষে মাত্র ৭ রান খরচ করেন সাকিব। এরপর অবশ্য তাকে আর বোলিং করতে হয়নি। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রানের সংগ্রহ পায় ক্যান্ডি বোল্টস।