Image

ব্রায়ান লারার কাছে রাজস্থান রয়্যালস ‘ফেভারিট’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্রায়ান লারার কাছে রাজস্থান রয়্যালস ‘ফেভারিট’

ব্রায়ান লারার কাছে রাজস্থান রয়্যালস ‘ফেভারিট’

ব্রায়ান লারার কাছে রাজস্থান রয়্যালস ‘ফেভারিট’

আইপিএলে এখন পর্যন্ত ৪ টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। জিতেছে চারটি'তেই। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ৮ পয়েন্ট, নেট রান রেট +১.১২০ নিয়ে। আজ (১০ এপ্রিল) জয়পুরে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান। এই ম্যাচের আগে সানজু স্যামসনের দল নিয়ে উচ্চ ধারণা জানিয়ে রাখলেন কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। 

গুজরাটের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের শক্তিমত্তার দারুণ প্রমাণ দিয়েছে স্যামসনের দল। এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে জয় লাভ করে আছে পয়েন্ট টেবিলের চূড়ায়। আজকের ম্যাচেও জিতে এই ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে দলটির। 

রাজস্থানকে নিয়ে স্টার স্পোর্টস এ কথা বলতে গিয়ে লারা বলেন, “রাজস্থান অবশ্যই দুর্দান্ত আর ফেভারিট আমার কাছে। তাদের সবকিছুই রয়েছে। তারা ভালো ক্রিকেট খেলছে এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। আমার মনে হয়, গুজরাট টাইটান্স আগামীকাল (আজ) করতে পারবে।”

এদিকে গুজরাট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে। মাত্র ৪ পয়েন্ট, নেট রান রেট -০.৭৯৯ নিয়ে। মোট ৫ ম্যাচ খেলে ২ টিতে জয় এসেছে তাদের। টুর্নামেন্টে শুরুটা ভালোই হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে। তবে তারপর খুব বেশি সুবিধা করতে পারছে না গুজরাট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three