শাহীনের সাথে আমার সম্পর্ক আজকের নয়: বাবর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শাহীনের সাথে আমার সম্পর্ক আজকের নয়: বাবর

শাহীনের সাথে আমার সম্পর্ক আজকের নয়: বাবর

শাহীনের সাথে আমার সম্পর্ক আজকের নয়: বাবর

রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের নতুন নিয়োগ-প্রাপ্তির পর ম্যাচ পূর্ববর্তী প্রথম সম্মেলন এটি। যেখানে নিজ ভাষ্যে আবারও পরিস্কার করলেন, শাহীন শাহ আফ্রিদির সাথে তার কোনো ধরনের বিরোধপূর্ণ অবস্থান নেই। সম্প্রতি আফ্রিদির হাত ঘুরে অধিনায়কের দায়িত্ব উঠেছে বাবরের কাঁধে। আর সেসব ঘটনা নিয়ে নানা ধরনের জল ঘোলা করা হয়েছে। 

আফ্রিদির সুযোগ হয়েছে পাকিস্তানের হয়ে একটি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এছাড়াও আরো নানা ভাবনা থেকে পাকিস্তান দলের সাদা বলে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাবরের কাঁধে। 

বাবর নতুন দায়িত্ব নেওয়ার পর আফ্রিদির দেওয়া এক বিবৃতি প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে বিবৃতির ব্যাপারে আফ্রিদি পরবর্তীতে জানায়, সে এমন কোনো কথা বলেনি। অথচ পিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল পুরো সংবাদ বিজ্ঞপ্তি। এসব নিয়ে বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতি চলেছে পাকিস্তান ক্রিকেটে। যেখানে আফ্রিদি যে খুব একটা খুশি ছিলেন না এমন পরিস্থিতিতে, তাও পরিস্কার হয়ে যায় তার কথাবার্তায়। 

তাই ধারণা করা হচ্ছিল বাবরের সাথে আফ্রিদির কোনো সম্পর্কের অবনতি ঘটেছে কি না, এ ব্যাপারে বাবর জানান, “আমি এটা পরিস্কার করতে চাই যে, শাহীনের (আফ্রিদি) সাথে আমার সম্পর্ক আজকের নয়। এই সম্পর্ক বহু আগের।”

“আমরা প্রতিটি পরিস্থিতিতে একে অন্যকে সমর্থন দিই। আমাদের লক্ষ্য থাকে পাকিস্তানকে প্রথমে রাখার এবং পাকিস্তানের নাম কীভাবে উজ্জ্বল করা যায় সেটা। আমরা ব্যক্তিগত গৌরব নিয়ে চিন্তা করি না। এবং কৃতজ্ঞচিত্তে বলতে চাই, আমার এই দলে এসব ব্যাপার নেই।” 

প্রায় ১ বছর আগে বাবরের অধিনায়কত্ব হুমকির মুখে পড়েছিল। পাকিস্তানের সমর্থক থেকে শুরু করে সবাই ছিল সমালোচনায় মুখর। সেসময় আফ্রিদি বাবরের পক্ষে কথা বলেছেন। বিশ্বকাপের আগে দলের খেলোয়াড়দের ভেতরের এসব আলোচনা সরিয়ে রেখে, খেলায় মনোযোগ দেওয়া হবে পাকিস্তানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তা বাবর ও আফ্রিদি, পেশাদার জায়গা থেকে দু'জনেরই ভালো বোঝার কথা। 

আজ রাত ৮ ঘটিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।