মোহাম্মদ কাইফ বেছে নিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মোহাম্মদ কাইফ বেছে নিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ কাইফ বেছে নিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ কাইফ বেছে নিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে কেমন স্কোয়াড হবে, এ ব্যাপারে অনেকেই মন্তব্য করছেন। যে তালিকায় আছে প্রাক্তন খেলোয়াড়দের নামও। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে জুনের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ তার পছন্দের স্কোয়াড নির্বাচন করেছেন স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে। 

খেলাধূলা বিষয়ক টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস এর শো ‘ফলো দ্য ব্লুজ’ এ কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত মতামত জানিয়েছেন কাইফ। যেখানে ভারতের বিশ্বকাপ দলে কে কে থাকবেন বলে তিনি মনে করেন, সেটিও জানিয়েছেন। 

যেখানে উইকেটরক্ষক হিসেবে রিশাব পান্টকে রেখেছেন কাইফ। এছাড়াও চতুর্থ স্পিনার হিসেবে লেগি যুজবেন্দ্র চাহাল থাকছেন। রিংকু সিংয়ের সাথে প্রতিযোগিতায় টিকেছেন রিয়ান পরাগ। কাইফ তার মন্তব্যে জানান, “ইয়াশাসভি জাইসাওয়াল ওপেন করবে রোহিত শর্মার সাথে। এরপর ভিরাট কোহি আছেন ৩ নম্বরে। সুরিয়াকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া থাকবেন ৪ ও ৫ নম্বরে। রিশাব পান্টকে ৬ এ রাখা হয়েছে।” 

“আমি বেশ কিছু অলরাউন্ডার রাখব, কারণ ব্যাটিং ডেপথ প্রয়োজন হবে। আমি বলব আক্সার প্যাটেল ৭ নম্বরে, রবীন্দ্র জাদেজা ৮ নম্বরে। এরপর ৯ নম্বরে থাকবে কুলদীপ যাদব, যিনি দক্ষতাসম্পন্ন বোলার। তারপর দুই ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ ও আর্শদ্বীপ সিং। এটাই মোটামুটি একাদশ।” 

স্কোয়াডের পরবর্তী অংশে রবিচন্দ্রন অশ্বিনকে না রেখে লেগ স্পিনার হিসেবে চাহালকে রাখার পক্ষে যুক্তি দিতে গিয়ে কাইফ বলেন, “আমি যদি স্কোয়াড নিয়ে বলি, আপনি আরেকজন স্পিনার রাখবেন। আমার মনে হয় আপনার চাহালকে রাখা দরকার। সে লেগ স্পিনার হিসেবে ভূমিকা রাখতে পারবে। অশ্বিন গতবার গিয়েছে। সে এখনো তেমন উইকেট নিতে পারেনি (আইপিএলে)। আমার বিশ্বাস চাহাল বেশ ভালো বোলার হয়ে উঠবে সেই কন্ডিশনে, যেখানে সে বলে টার্নও পাবে।” 

কাইফ স্কোয়াডের বাকি সদস্যের নাম বলেন, “এরপর আমি শিভাম দুবের পক্ষে যাব। তার দারুণ ফর্ম চলছে, স্পিনটা খুবই ভালো খেলে থাকেন। সে ৬ ওভারের পর খেলাটাকে সুন্দর সামনে এগিয়ে নেন। আমি রিয়ান পরাগের নাম নিব। সে অত্যন্ত ভালো খেলছে এবং স্কোয়াডে থাকার দাবি রাখে। এখন ১৪ জন হয়ে গেল। এরপর আমি মোহাম্মদ সিরাজের নাম নিতে চাই, যদিও সে ফর্মে নেই। তবে সে অভিজ্ঞ বোলার এবং সবমিলিয়ে দারুণ রেকর্ড রয়েছে তার।”