Image

সাংবাদিকদের যেকারণে মিষ্টিমুখ করালেন গৌতম গম্ভীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাংবাদিকদের যেকারণে মিষ্টিমুখ করালেন গৌতম গম্ভীর

সাংবাদিকদের যেকারণে মিষ্টিমুখ করালেন গৌতম গম্ভীর

সাংবাদিকদের যেকারণে মিষ্টিমুখ করালেন গৌতম গম্ভীর

দিল্লিই গৌতম গম্ভীরের ঘর, দিল্লিতেই বেড়ে ওঠা, দিল্লিতে খেলা, রাজনীতি সব। তবে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর সুবাদে কোলকাতারও ঘরের ছেলে হয়ে গেছেন ভারতের সাবেক এই ওপেনার। দেশকে বিশ্বকাপ জেতানো গম্ভীর কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কে আইপিএল শিরোপা জিতয়েছেন (২ বার- ২০১২ ও ২০১৪) নেতৃত্ব দিয়ে। 

সেই গৌতম গম্ভীর এখন কোলকাতা ফ্র্যাঞ্চাইজির পরামর্শক। দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত গম্ভীর কোলকাতার সংষ্কৃতির সঙ্গেও পরিচিত হয়েছেন নিশ্চিতভাবে। 

এই যেমন কোলকাতার ইডেন গার্ডেন্সে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) লক্ষনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা গৌতম গম্ভীর সাংবাদিকদের করান মিষ্টিমুখ। 

সংবাদ সম্মেলন শেষে গম্ভীর দুইটি মিষ্টির হাড়ি দেখিয়ে সাংবাদিকদের বলেন, 'নববর্ষের জন্য আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি খান, কিছু ক্যালরি বাড়ান (হাসি)।' 

 

Mishti mukh with Guru Gambhir 🍮 pic.twitter.com/z7mPk9ZiS4

— KolkataKnightRiders (@KKRiders) April 13, 2024

নববর্ষ তো বটেই, যেকোন খুশির উপলক্ষেই বাঙালি মিষ্টিমুখ করে। নবর্ষের দিন মিষ্টিমুখের উপলক্ষ এনে দেয় কোলকাতা নাইট রাইডার্সও। ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় লক্ষনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। 

৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার ২য় অবস্থানে এখন শ্রেয়াস আইয়ারের দল। 
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three