তামিম ইকবালের জন্য মোনাজাতে বাংলাদেশ ফুটবল দল
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ

তামিম ইকবালের জন্য মোনাজাতে বাংলাদেশ ফুটবল দল
তামিম ইকবালের জন্য মোনাজাতে বাংলাদেশ ফুটবল দল
রিং পরানোর পর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সুস্থতা কামনা করে শিলংয়ে মোনাজাত করলেন বাংলাদেশের ফুটবলাররা।
ভারতে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর পায় জাতীয় ফুটবল দল। আগামীকাল ২৫ মার্চ শিলংয়ে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবেন হামজা চৌধুরীরা। আগের রাতে শেষ সময়ের অনুশীলনে এসে তামিম ইকবালের দ্রুত সুস্থতা চেয়ে দুই হাত তুলে ফুটবলারদের প্রার্থনা। এরপর অনুশীলনে ব্যস্ত হয় পুরো দল।
দুপুরের দিকে সিসিইউতে তামিম জ্ঞান ফিরে পেয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, আজ ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপির মাঠে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টস করার সময়ও সুস্থ ছিলেন, এরপর ড্রেসিংরুমে ফিরে মোহামেডানের অধিনায়ক তামিম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। নিকটতম ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার বিকেএসপিতে ফিরে আসেন।
এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তামিমকে ফের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানতে পারে, হার্টে একটি ব্লক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।