Image

বিদায় বেলায় বিসিবির সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিদায় বেলায় বিসিবির সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন

বিদায় বেলায় বিসিবির সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন

বিদায় বেলায় বিসিবির সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন

আইসিসি ম্যাচ রেফারি হিসেবে শেষ ম্যাচ উপলক্ষে, ডেভিড বুনকে তার ১৪ বছরের অসাধারণ ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ বিশেষ স্মারক প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার প্রাক্তন ম্যাচ রেফারি হিসেবে ৪১৬টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে চট্টগ্রামে তার ৮৭তম এবং শেষ টেস্টও রয়েছে।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরে বর্ণিল ক্যারিয়ারকে বিদায় বলেছেন ডেভিড বুন। আইসিসির অভিজ্ঞ এই ম্যাচ রেফারির বিদায় বেলায় ধন্যবাদ ও সম্মান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতা ডেভিড বুন ২০১১ সাল থেকে ম্যাচ অফিশিয়াল হিসেবে যাত্রা শুরু করেন। চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানেন। 

মোট ৮৭তম টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্বে থেকেছেন ডেভিড বুন। এর আগে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মাননাও অর্জন করেন বুন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three