৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস, হাতে পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস, হাতে পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট
৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস, হাতে পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট
সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। এমন দাপুটে জয়ের দিনে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। আগামী জুনে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে গতবারের ফাইনালিস্ট ভারত। ২০১৪–১৫ মৌসুমের পর এবারই প্রথম বর্ডার-গাভাস্কার ট্রফি জয় অস্ট্রেলিয়ার, আর তাতেই কামিন্স-স্মিথরা টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
৪৫ দিন ধরে জমজমাট ক্রিকেটের পর এক দশকের খরার অবসান ঘটল। অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে, ২০১৫ সালের পর প্রথমবারের মতো ভারতকে হারিয়ে এই সিরিজ জিতেছে। শেষ টানা চার আসর ধরে এই ট্রফির মালিকানা ছিল ভারতের।
সিডনিতে টেস্ট, সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করতে ১৬২ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ২৭ ওভারে ৪ উইকেটে ১৬২ রান তুলে নেয় প্যাট কামিন্সের দল। ট্রাভিস হেড (অপরাজিত ৩৪) এবং বিউ ওয়েবস্টার (অপরাজিত ৩৯) দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তবে ১ রানের জন্য এ দিন টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না স্মিথ।