Image

ভারত ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে আলোচনায় বেশি নাহিদ রানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে আলোচনায় বেশি নাহিদ রানা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে আলোচনায় বেশি নাহিদ রানা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে আলোচনায় বেশি নাহিদ রানা

গতি নাহিদ রানার সহজাত। উচ্চতার কারণে বাড়তি বাউন্সও পেয়ে যান পিচ থেকে। ব্যাটারদের রীতিমতো নাকানিচুবানি খাইয়ে দেন। গতিময় বোলিং করা নাহিদ তার ছোট ক্যারিয়ারে সকলের প্রসংশায় ভাসছেন। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলন জুড়ে আলোচনায় কেবল নাহিদ রানারই নাম। 

নাহিদ রানাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির  প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘আমি খুবই খুশি, গত কিছু ম্যাচে সে (নাহিদ রানা) অনেক ভালো বল করেছে, গতি ছিল। এমন মাঠে বোলিংয়ে আরও সহায়তা পাওয়া যায়, প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলে। তবে তাকে ফিট চাই, এমন ফর্ম যেন ধরে রাখতে পারে। আরও ২-৩ জন পেসার আছে। সব মিলে ভালো বোলিং ইউনিট।’

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে গতিময় বোলারের তালিকায় দুই নম্বরে ছিলেন বাংলাদেশের নাহিদ রানা। গতির ডেলিভারিতে নাহিদের উপরে নাম ছিল কেবল ইংলিশ পেসার মার্ক উডের। ভারতের বিরুদ্ধে নাহিদ রানার টেস্ট খেলার অভিজ্ঞতাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে আসেব। নাহিদের কাছ থেকে সেরাটা পাওয়ার দাবি ক্যাপ্টেন শান্তর,

‘ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলেছে ও (রানা)। তার তাই অভিজ্ঞতা আছে একটু হলেও। সে প্রতিপক্ষ নিয়ে ভাবে না। সে দলের জন্য নিজের সেরাটা ঢেলে দেয়। আশা করি কালও তাই করবে।’

তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে সাজানো হয়ে বাংলাদেশ পেস আক্রমণ। বাংলাদেশের নতুন বিশ্বমানের পেস অ্যাটাক নিয়ে সন্তুষ্টির সুর বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে, ‘হ্যাঁ অবশ্যই। অতীতে আমাদের সবসময় পেস বোলিং নিয়ে ভুগতে হতো। তবে গত কয়েক বছর ধরে মানসম্পন্ন ফাস্ট বোলার উঠে আসছে। আমাদের এখন নাহিদ রানা আছে, তাসকিন আছে। অধিনায়ক হিসেবে এমন গতিময় বোলার পেলে ভালো লাগে। ফ্লাডলাইটের নিচে সুইং থাকতে পারে। ভালো জায়গায় বল করলে দল উপকৃত হবে।’

টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে আগামীকাল ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। রোহিত-কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three